পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ ঢাকার ইতিহাস। [ ২য় খণ্ড শ্ৰীচন্দ্রদেবের তাম্রলেখের পাঠোদ্ধারকারী উহার লেখমালা দ্বাদশ শতাব্দীর উৎকীর্ণ লিপি বলিয়া গ্রহণ করিয়াছেন। কিন্তু ১ম মহীপালের বানগড় লিপির সহিত রামপাল লিপির অনেক সাদৃশ্য রহিয়াছে; সুতরাং অক্ষরতত্ত্বের হিসাবে রামপাললিপিকে স্বাদশ শতাব্দীর উৎকীর্ণ না বলিয়া দশম বা একাদশ শতাব্দীতে উৎকীর্ণ বলিয়াও নির্দেশ করা বাইতে পারে। ཐི་མུ་ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এম, এ মহাশয় এই লিপির কাল একাদশ শতাব্দীর প্রথম ভাগেই স্থাপন করিয়াছেন। তাহার মতে রামপাল লিপি বেলাৰ লিপির পুরবক্তা। বিশেষতঃ ভোজধৰ্ম্মদেবের বেলাব লিপি আবিষ্কৃত হওয়ায় প্রমাণিত হইয়াছে যে, বিজয় সেনের পূৰ্ব্বে বঙ্গে সামলবৰ্ম্মা ও তাহার পিতা জাস্তবৰ্ম্ম স্বাধীন ভাবে রাজত্ব করিয়াছিলেন। পালরাজগণের সহিত ইহাদের কোন সংশ্ৰব ছিল না । সুতরাং মনে করিতে হুইবে যে জাতবর্ষার পূৰ্ব্বেই পালরাজগণের অধিকার পূর্ববঙ্গ হইতে বিলুপ্ত হইয়াছিল। বৰ্ম্মরাজগণের প্রবল শক্তি উপেক্ষা করিয়া পালরাজগণের সামন্ত-রাজ রূপে চন্দ্রদ্বীপ অঞ্চল শাসন করিবার সামর্থ্য ইচন্দ্রদেবের পূর্ববৰ্ত্তী চন্দ্ররাজগণের ছিল কি না সন্দেহ। এমতাবস্থায় জীচন্দ্রকে বৰ্ম্মরাজগণের পূৰ্ব্বে স্থাপিত না করিলে পালরাজগণের সমস্ত রাজারূপে চজরাজগণকে চন্দ্রদ্বীপের সিংহাসনে স্থাপিত করা অসম্ভব হইয়া পড়ে। সুতরাং রামপাল লিপিব অষ্টম শ্লোকোল্লিখিত “অরি” শব্দ দ্বার বৰ্ম্মবংশীয় কোনও নরপতি সুচিত হইতে পারে না। “বিগ্রহপাল যখন অনধিকারীর হন্তে পিতৃরাজ্য ছাড়িয়া দিয়া পূৰ্ব্ববঙ্গে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন, তখন হয়ত তিনি তদীয় সামগু চন্দ্ররাজগণের আতিথ্যই গ্রহণ করিয়াছিলেন” । চন্দ্ররাজগণেরও উচ্চাভিলাষ ছিল। পালরাজগণের দুৰ্ব্বলতার বিষয় তাহার উত্তমরূপেই পরিজ্ঞাত ছিলেন। সুতরাং মহীপাল যখন পিতৃরাজ্য পুনরুদ্ধার করির বরেন্স