পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম আ: ] গোবিন্দচন্দ্র বনাম গোবিন্দচন্দ্র। ર 8"> এবং শ্ৰীচন্দ্রকে অপুত্ৰক বলিয়া নির্দেশ করিয়া গোবিন্দচন্ত্রকে মাতুলের ত্যক্ত সিংহাসনের অধিকারী বলিয়া সাব্যস্ত করিতে হয়, এবং ময়নামতীর পিতৃরাজ্য বিক্রমপুরে ছিল বলিয়া যে ময়নামতীর গানে উল্লিখিত হইয়াছে, তাহানিভূল বলিয়া প্রতিপন্ন হয়। কিন্তু, তিলক চাদই রামপাল লিপির ত্ৰৈলোক্যচন্দ্র কিনা, অথবা এই ত্ৰৈলোক্যচন্দ্রের অপর নাম ধাড়িচন্দ্র ছিল কিনা, তাহা জানা যায় নাই। উপরোক্ত সিদ্ধান্ত দ্বয় পরম্পর বিরোধী, BBBB BB BBBB DDS ggBBS BDDS gBSBBBBB S BBBB সময়ে এমন কোনও প্রমাণই আবিষ্কৃত হয় নাই, যাহা ঋবাময়মাম তীর, গানের তিলোকচাদের সহিত রামপ; গ্লিপিং ত্ৰৈলোক্যচন্দ্রের, ধাড়িচন্দ্রের সহিত ত্ৰৈলোক্যচন্দ্রের, অথবী গোবিন্দচন্দ্র গীতের স্ববর্ণচন্দ্রের সহিত রামপাল লিপির সুবর্ণচন্দ্রের সম্বন্ধ নিঃসন্দেহে নির্ণয় করা যাইতে পারে। কেবলমাত্র নামের সামঞ্জস্য দ্বারা ঐতিহাসিক সত্য নিরূপণ করা কখনও সমীচীন নহে। পরকেশরী বৰ্ম্ম বা ঐরাজেন্দ্র চোলদেব ১০১২ খৃষ্টাব্দে চোল সিংহাসনে আরোহণ করিয়াছিলেন এবং তিরুমলয় পৰ্ব্বত-লিপি তদায় রাজত্বের দ্বাদশ বৎসরে বা ১০২৪ খৃষ্টাব্দে উৎকীর্ণ হইয়াছিল। উক্ত তিরুমলয় পৰ্ব্বত গাত্রস্থিত তামিল ভাষার লিপিতে উক্ত হইয়াছে : “পরকেশরী বৰ্ম্ম বা ঐরাজেন্দ্র চোল দেবের (রাজত্বের) দ্বাদশ বৎসরে —যিনি. তাহার মহান সমরপটু সেনা দ্বারা (নিম্নোক্ত দেশ সকল) অধিকার করিয়াছেন,—দুর্গম ওড ডবিষয়, (যাহা তিনি) প্রবলযুদ্ধে (পদানত করিয়াছিলেন, ) মনোরম কোশল নাড়ু, যেখানে রাজেন্দ্র চোলের ব্রাহ্মণগণ মিলিত হইয়াছিল ; মধুকর-নিকরদিগ্বিজয় । পরিপূর্ণ উষ্ঠান-বিশিষ্ট তলাবুক্তি, ভীষণ যুদ্ধে ধৰ্ম্মপালকে নিহত করিয়া তিনি যে দেশ অধিকার করিয়াছিলেন ; সকল দিকে প্রসিদ্ধ তৰুণলাড়ম্, সবেগে Yo