পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९8९ ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । রণশূরকে আক্রমণ করিয়া তিনি যে দেশ অধিকার করিয়াছিলেন ; বঙ্গালদেশ, যেখানে ঝড় বৃষ্টির কখনও বিরাম নাই, এবং গজপৃষ্ঠ হইতে নামিয় যেখান হইতে গোবিন্দচন্দ্র পলায়ন করিয়াছিলেন ; কর্ণভূষণ, চৰ্ম্মপাদুকা এবং বলয়-বিভূষিত মহীপালকে ভীষণ সমরক্ষেত্র হইতে পলায়ন করিতে বাধ্য কবিয়া, যিনি তাহার অদ্ভূত বলশালী করি সমূহ এবং রত্নোপমা রমণীগণকে হস্তগত করিয়াছিলেন ; সাগরের দ্যায় রত্ন সম্পন্ন উত্তির লাড়ম্ ; বালুকাময় তীর্থ ধৌত কারিনী গঙ্গা” ( ১)। উক্ত শিলালেথে যে সমুদয় স্থানের নাম উল্লিখিত হইয়াছে, তাহার পরিচয় নিম্নে প্রদত্ত হইল – ওডড বিষয়—উড়িষ্যা। বহু তামশাসনাদিতে ওড় বিষয়ের নাম পরিলক্ষিত হইয়া থাকে। ওড ডবিষয় এবং ওড়বিষয় সম্ভবতঃ অভিন্ন। কোশল নাডু—কোশলনাড় বা দক্ষিণকোশল (সম্বলপুর ও উড়িষ্যার গড়জাত স্থান ) { তনবৃত্তি-দণ্ডভুক্তির বিকৃতিতে তন্দবুক্তি হইয়াছে। রামচরিতে রামপালের সামন্তচক্র মধ্যে দণ্ডভুক্তি-পতি-জয়সিংহের নাম আছে ( )। সম্ভবতঃ মেদিনীপুর জেলাস্থিত দান্তন বা দাতনগড় প্রাচীন তন্দবুত্তির রাজধানীর স্মৃতিরক্ষা করিতেছে। কেহ কেহ মগধের অন্তর্গত উদন্তপুর বিহারের সহিত তনবৃত্তির অভিন্নত্ব কল্পনা করিয়াছিলেন (৩)। তিরুমলয় লিপিতে কোশল দেশের পরে, এবং দক্ষিণরাঢ়ের পূৰ্ব্বে, দণ্ড ভূক্তির ( s ) Epig. Indica Vol IX. pp. 232-233 গৌড়রাজ মলি ৩৯ পৃষ্ট। (২) রামচরিত ২৫ টকা । (e) Memoirs of the Asiatic Society of Bengal vol. iii Р. по.