পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨88 ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড না করিয়া স্বরাজ্যে প্রতাবৰ্ত্তন করিয়াছিলেন। চোলরাজ গঙ্গাপার হইতে সাহসী হন নাই, উত্তররাঢ় হইতেই তাহাকে ফিরিয়া যাইতে হইয়াছিল। এই সমুদয় বিষয় পৰ্য্যালোচনা করিলে বোধ হয় যে, বঙ্গালদেশাধিপতি গোবিন্দচন্দ্র পূর্ববঙ্গেই রাজত্ব করিতেন। সুতরাং গোবিন্দ চন্দ্রগীতের এবং ময়নামতীর গানের গোবিনচন্দ্রের সহিত বঙ্গালদেশাধিপতি গোবিন্দচন্দ্র বা গোপীচন্দ্রের কোনও সম্পর্ক আছে বলিয়ামনে হয় না । শেষোক্ত গোবিন্দচন্দ্র “বঙ্গের গোসাঞি” “বঙ্গাধিকারী” “বঙ্গের ইশ্বর,” “বঙ্গের মহীপাল” বলিয়া পরিচিত হইলেও তাহার রাজ্য ষোল দণ্ডের পথ পৰ্য্যন্ত প্রসারিত ছিল বলিয়াই বর্ণিত হইয়াছে। বিশেষতঃ গোবিন্দচন্দ্র হাড়িসিদ্ধাকে গুরু করিবার কথায় অবজ্ঞা প্রকাশ করিলে, রাণী ময়নামতী পুত্রকৃে বলিতেছেন —“এ দেশী আ হাড়ি নএ বঙ্গদেশে ঘর” । সুতরাং এই গোবিন্দচন্দ্র যে বঙ্গালদেশে বা পুৰ্ব্ববঙ্গে রাজত্ব করেন নাই, তাহ নিঃসন্দেহে বলা যাইতে পারে। বিশেষতঃ যে গোবিন্দচন্দ্র মাতার উপদেশে রাজ্যপরিত্যাগ পূৰ্ব্বক দীর্ঘজীবন কামনায় বৈরাগ্য অবলম্বন করিয়া হাড়িসিদ্ধার সহিত বনে বনে ভ্রমণ করিয়াছিলেন, তিনি যে কাঞ্চিপতি দিগ্বিজয়ী চোল ভূপতির সহিত যুদ্ধে অগ্রসর হইয়াছিলেন, ইহা সম্ভবপর বলিয়া মনে হয় না। র্তাহার রাজ্য পাটিকানগরের ও তৎসলগ্ন কতিপয় গ্রাম মধ্যেই সীমাবদ্ধ ছিল সন্দেহ নাই। সুরেশ্বর প্রণীত “শব্দ প্রদীপের” ব্যঞ্জনাদিকাণ্ডে লিখিত আছে : "শ্ৰীমদ্বগোবিন্দচন্দ্রস্ত স্থাঞ্জো বৈদ্যগণাগ্রণী:। করণংি দয়জঃ (করণান্বয়জ: ? ) শ্ৰীমানভূদ্র দেবগণ: সুধী: { তস্মাদজায়ত সুধাকর কান্তকীৰ্ত্তিং । শ্ৰীমা যশোধন ইতি প্রথিতস্তমুজঃ। তস্মাত্মজ; সকল বৈদ্যকসারবেত্তা ভদ্ৰেশ্বরঃ কবিকদম্বক চক্রবর্তী ॥