পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অঃ ] গোবিন্দচন্দ্র বনাম গোবিন্দচন্দ্র । 을8C: স্বৈরং নিজ গুণোৎকর্ষৈঃ শ্ৰীমদ্বংগেশ্বরস্য যঃ । রাজ্যংপ্রাপ্য মলঃচক্রে রামপালস্য ভূপতে ॥ তস্যাত্মজঃ পরম সজ্জনকৈ রবেন্দুঃ শ্ৰীমান সুরেশ্বর ইতি প্রথিত: পৃথিব্যাং । পাদীশ্বরস্য ভূজনির্জিত বীর বৈরি শ্ৰীভীমপাল নৃপতে ভিষগন্তরংগ ॥” ( ১ ) ইঙ্গ হইতে জানা যায় যে, পাদীশ্বর ভীমপালের “ভিষগান্তরঙ্গ” মুরেশ্বরের পিতা “সকল বৈদ্যকসারবেত্তা” “কবি কদম্বক চক্রবর্তী” ভদ্ৰেশ্বব বঙ্গবাজ রামপালের সভা কবি এবং প্রধান চিকিৎসক ছিলেন ; ভদ্ৰেশ্বরজনক “সুধাকর কান্তকান্তি” যশোধন । এই যশোধনের পিতা “সুধী” দেবগণ, রাজা গোবিন্দ্র চন্দ্রের রাজ সভায় “বৈদ্যগণাগ্রণী” ছিলেন । যিনি বামপালদেবের সভা কবি এবং প্রধান চিকিৎসক ছিলেন, র্তাহার পিতামহ যে তিরুমলয়ের শিলা লিপিতে উল্লিখিত বাঙ্গাল দেশাধিপতি গোবিন্দচন্দ্রের বাজসভার বৈদ্যগণাগ্রণী ছিলেন তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই । প্রত্নতত্ত্ববিদ শ্ৰীযুক্ত নীলমণি চক্রবর্তী মহাশয় এই পাদীশ্বর ভীমপালের ভিষগান্তরঙ্গ সুরেশ্বরকে একাদশ শতাব্দীর চতুর্থপাদে প্রাচভূত বলিয়া নির্দেশ করিয়াছেন (২ )। সুতরাং সুরেশ্বরের প্রপিতামহ গোবিন্দচন্দ্র বাজার বৈদ্যগণাগ্রণী দেবগণকে দশম শতাব্দীর শেষপাদে, বা একাদশ শতাব্দীর প্রথম পাদে স্থাপিত করা যাইতে পারে । মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই গোবিন্দচন্দ্রকে মহীপাল এবং বাজেঞ্জ (*) India office Catalogue 2739, vol. v. (*) Chronology of Indian Authors—J. A. S. B. 1907. Page. 20.