পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম জঃ ] উপক্রমণিকা । > y তত্ৰ জাতং বছদ্রব্যং ধনধান্যমজাবিকম্। , ততো বৃগীৰ কৈকেরি! যা্যত্বং মনসেচ্ছসি” ॥ রামায়ণ; অযে, ১sস, ৩৭।৩৮ ৷৷ অর্থাৎ, সমৃদ্ধ দ্রাবিড়, সিন্ধু, সেবীর, কোশল, কাশী, সৌরাষ্ট্র, মৎস্ত, বঙ্গ, অঙ্গ, মগধ এবং দক্ষিণরাজ্য প্রভৃতি জনপদে ছাগ, মেষ, ধন, ধান্তাদি নানাবিধ দ্রব্য জন্মিয় থাকে ; তুমি সেই সকল দ্রব্যের মধ্যে যে যে বস্ত গ্রহণ করিতে ইচ্ছা কর, আমি তোমাকে তাহাই প্রদান করিব । মহারাজা দশরথের এই উক্তি হইতে প্রতিপন্ন হয়, বঙ্গরাজ্য র্তাহার শাসনধীনে ছিল । 多 যুধিষ্ঠিরের রাজস্থয়-যজ্ঞোপলক্ষে ভীমসেন দিগ্বিজয়ে বহির্গত হইয়া ষে সমুদয় রাজ্য করায়ত্ত করিয়াছিলেন, তন্মধ্যে বঙ্গরাজ্য অন্ততম । ভীমের দিগ্বিজয় প্রসঙ্গে বর্ণিত আছে — * অথ মোদাগরে চৈব রাজানং বলবত্তরম্ । পাওবো বহুবীর্য্যেন নিজঘান মহামৃধে। ততঃ পুণ্ড ধিপং বীরং বামুদেবং মহাবলম্। কৌশিকীকচ্ছ নিলয়ং রাজানাঞ্চ মহোজসম্ ॥ উতে বল-ভূতে ধীর বুতে তীব্র পরাক্রমে । নিৰ্দ্ধিভাঙ্গে মহারাজ বঙ্গরাজমুপাস্ত্রবৎ ॥ সমুদ্রসেনং নিজ্জিত্য চক্রসেনঞ্চ পার্থিবং । তাম্রলিপ্তঞ্চ রাজানং কর্মটাধিপতিং তথা | সুহ্মানামধিপঞ্চৈব যে চ সাগর বাসিনঃ ॥ সৰ্ব্বান স্লেচ্ছগণাংশ্চৈব বিজিগে ভরতধব।” অর্থাৎ অনস্তর মোদাগিরিস্থ অতি বলশালী নৃপতিকে স্বীয় বীৰ্য্যবলে মহাসমরে নিহঙ করিয়া, ভীমসেন পুণ্ডাধিপতি বহাবল বাসুদেব ও কৌশিকীকচ্ছ নিবাসী রাজা মহৌজা, এই দুই প্রখর পরাক্রান্ত বীৰ্য্যসম্পন্ন বীরকে