পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] হরি বর্ষ্য । Հ8:Տ করিতেছেন । ভুবনেশ্বর হইতে আবিষ্কৃত ভবদেব ভট্টর প্রশস্তির ১৬ শ শ্লোকে হরিবর্মার "ধৰ্ম্মবিজয়ী” বিশেষণ দৃষ্ট হয় ( ১)। তিনি ধৰ্ম্ম-সংস্থাপন করিবার জন্ত অস্ত্ৰধারণ করিয়াছিলেন এবং বিধৰ্ম্মী দলন করিয়াছিলেন বলিয়া, হয়ত তিনিও কৃষ্ণাবতার বলিয়া প্রথিত হইয়াছিলেন” ( ২ )। শ্রদ্ধেয় অধ্যাপক শ্ৰীযুক্ত রাধাগোবিন্দ বসাক এবং পূজ্যপাদ প্রযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের মতানুসারে হরিবম্ম ভোজবল্মার পরবর্তী বলিয়া স্থিরীকৃত হইয়াছে (৩ ) । শ্রদ্ধাস্পদ বন্ধুবর ঐযুক্ত রাখালদাস বন্দোপাধ্যায় লিখিয়াছেন, “শিলালিপির সহিত শিলালিপি এবং শ্রমশাসনের সহিত তাম্রশাসনের তুলনা করিয়া দেখিলেই স্পষ্ট বুঝিতে পারা যায় যে, বিহারে আবিষ্কৃত রামপালের দ্বিতীয় ও দ্বিচারিংশ রাজ্যাঙ্কের শিলালিপি অপেক্ষা ভবদেবের প্রশস্তি প্রাচীন এবং কমেলিতে আবিষ্কৃত বৈদ্যদেবের তাম্রশাসন অপেক্ষ হরিবল্ম দেবের তাম্রশাসনের অক্ষর প্রাচীন” ( ৪ )। বাস্তবিক পক্ষেও হরিবর্মাকে ভোজ বল্মার পরে স্থাপন করা অসম্ভব । হরি বর্ষ্যদেবের তাম্রশাসনের পাঠোদ্ধার করিয়া প্রাচ্যবিদ্যা মহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় তদীয় বঙ্গের জাতীয় ইতিহাস দ্বিতীয় খণ্ডে ( ১ ) যন্মস্থশক্তি সচিব: তুচিরং চকার রাজাং স ধর্থ বিজয়ী হরিবর্য দেবঃ"। ভবদেব ভট্টের কুলপ্রশস্তি, ১৬শ শ্লোক । বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাও প্রথমাংশ ) পৃষ্ঠা। ( ) ঢাকা রিভিউ ও সন্মিলন-১৩১৯ কাত্তিক, ৩১৯ পৃষ্ঠা । (*) “If Hari Varma cannot be proved to hava belonged to a dynasty different from that of Bhoja Varma, he can have no place in history before Bhoja Varma." Modern Review, 1912, P. 249. ( s ) বাঙ্গালার ইতিহাস-প্রথমভাগ ২৭৪ পৃষ্ঠা ।