পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨d ૦ ঢাকার ইতিহাস। [ ২য় খণ্ড উহ! প্রকাশিত করিয়াছেন। এই তাম্রশাসন পাঠে অবগত হওয়া যায় যে, মহারাজাধিরাজ জ্যোতি বৰ্ম্ম, হরি বম্মার পিতা এবং এই তাম্রশাসন হরি বৰ্ম্মার ৪২ রাজ্যাঙ্কে উৎকীর্ণ হইয়াছিল (১)। কিন্তু ইহা হইতেও হরিবল্মার সময় নিরূপণ করিবার উপায় নাই। সুতরাং হরির"ার সময় নিরূপণার্থে বৰ্ত্তমান সময়ে ভবদেব ভট্টের কুল প্রশস্তিই আমাদের একমাত্র অবলম্বনীয়। ভবদেব কর্তৃক ভুবনেশ্বরের অনন্ত বাস্থদেবের মন্দির প্রতিষ্ঠা কালে তাহার মিত্র বাচস্পতি ভবদেবভট্টের মাহাত্ম্য-জ্ঞাপক উক্ত মন্দির গাত্রস্থিত প্রস্তর ফলকে যে প্রশস্তি রচনা করিয়াছিলেন, তাহাই ভবদেব ভট্টের কুল প্রশস্তি নামে পরিচিত। এই প্রশস্তির পাঠ কাপ্তেন মাসর্ণল সাহেব কর্তৃক এসিয়াটিক সোসাইটার পত্রিকায় প্রকাশিত হইয়াছে (২), এবং প্রত্নতত্ত্ব for folitoffo with Antiquities of Orissa on foots খণ্ডে উহা অবিকল উদ্ধত করিয়াছেন (৩)। পরে ডাক্তার কিলহৰ্ণএপিগ্রাফিয়া ইণ্ডিকা গ্রন্থেও উহ! প্রকাশ করিয়াছেন ( 4 )। ভবদেব প্রশস্তির বাচস্পতি বাণীতে ভবদেব ভট্ট, হরি বর্মদেব ও তদীয় পুত্রের মন্ত্রণ সচিৰ বলিয়া উক্ত হইয়াছেন ( ৫ ) । (১) "ভূমিচ্ছিদ্রপ্তারেন দ্বাচারিংশদীয় মুদ্রয়া তাম্রশাসনীকৃত্য প্রদত্তাম্মাভিঃ"। वात्रव्र छाउँीञ्च इंख्शिन, दिउँोग्न थ७ २०७ शृछै। (R) Journal of the Asiatic Society of Bengal Vol. vi, Pages. (*) The Antiquities of Orissa Vol. ii Pages 84–85. (s) Epig. Ind. vol. vi. pp. 205-7. ( e ) “যন্মন্ত্রশক্তি সচিৰঃ স্বচিরং চক্ষার রাজ্যং স ধৰ্ম্ম ৰিজল্লী হরিবঙ্গ ম্বেৰঃ। তন্ত্রনানে বলতি যন্ত চ দণ্ডনীতি ৰন্থ'মুগা বহল ৰুজলতেৰ লক্ষ্মীঃ” ॥

  • اسق عساصخمیوگہ