পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] ভবদেব ও বিশ্বরূপ R© যে, বল্লাল সেন ১৯১৯ খৃষ্টাব্দে মানবলীল সম্বরণ করিয়াছিলেন। অনিকছ স্বতরাং১১১৯ধৃষ্টা অনিরুদ্ধভট্টের আবির্ভাব কাল ধরা যাইতে পারে। ইহার পূৰ্ব্বেই যে ভবদেব ভট্ট আবির্ভূত হইয়াছিলেন তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। অনিরুদ্ধ ভবদেব ভট্টের “কৰ্ম্মোপদেশিনীপদ্ধতি” নামক গ্রন্থে কান্তকুক্তাধিপতি মহারাজ গোবিন্দচন্দ্র দেবের সন্ধি বিগ্রহিক লক্ষ্মিধর ভট্ট-বিরচিত “কল্পতরু” (“কৃত্য কল্পতরু” ) পুস্তকের উল্লেখ রহিয়াছে (১)। মহারাজ গোবিন্দচন্দ্র দেবের ১১০৪—১১৫৪ খৃষ্টাব্দের শিলালিপি পাওয়া গিয়াছে (২) । সুতরাং অনিরুদ্ধ ভট্টকে ১১০৪ খৃষ্টাব্দের পূর্ববৰ্ত্তা বলিয়া স্বীকার করা চলে না। ভবদেব ভট্ট ইহারও পূৰ্ব্ববৰ্ত্তী হইবেন সন্দেহ নাই। ভবদেব প্রণীত “প্রায়শ্চিত্ত নিরূপণম্” গ্রন্থে বিশ্বরূপের নাম উল্লিখিত হইয়াছে। এই গ্রন্থ রচনা কালেও তিনি বঙ্গাধিপের সান্ধিবিগ্রহিক পদে প্রতিষ্ঠিত ছিলেন (৩) । বিশ্বরপ হেমাদ্রিকৃত পরিশেষ খণ্ডে বিশ্বরূপের পরিচয় পাওয়া যায়। অনেকে অনুমান করেন, ইনিই যাজ্ঞবল্ক্য স্মৃতির টীকা রচনা করিয়াছিলেন। দেবঃ বিরচিত ব্যবহারকাণ্ডেও এই বিশ্বরূপের উল্লেখ লক্ষীধর ও ভবদেব ও ( ১ ) “ইতি কল্পতরু কাম ধেম্বাদি সংগ্রহীকৃষ্টে মহামহোপাধ্যায়েন ধিরচিতে হন্ধি erotocose fift"—India office Libray Catalogue Page 475 (Mss. folio l 14 b). (*) Epigraphia Indica vol IV. Page 116. (৩) ইতি সান্ধি বিগ্রহিক:গ্ৰীভবদেৰ কৃতে প্রায়শ্চিত্ত প্রকরণে বধ পরিচ্ছেদ; সমাপ্ত :-প্রথম অধ্যায়।