পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ર(t8 ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড রহিয়াছে। বিশ্বরূপ, ধারেশ্বর বা ধারারাজ :ভোজের পরবর্তী বলিয়া স্বপরিচিত (১)। উদয়পুর প্রশস্তি, নাগপুর-প্রশস্তি, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি ওরাসমাল (২) একত্র পাঠ করিলে অনুমিত হয় যে, কর্ণচেদী এবং গুর্জরাধিপতি প্রথম ভীম এই দুই প্রবল পরাক্রান্ত সীমান্ত-রাজের সম্মিলিত -শক্তি কর্তৃক ধারা রাজ্য আক্রান্ত হইলে ভোজরাজ এই ভীষণ রণযজ্ঞে আত্মাহুতি প্রদান করিয়াছিলেন, অথবা এই সঙ্কট সময়েই তিনি পরলোকে গমন করিয়াছিলেন। মেরুভুঙ্গের সাৰ্দ্ধশত বৎসর পূর্কের রচিত হেমচন্ত্রের “দ্বয়াশ্রয়” কাব্যে অথবা চেদীরাজগণের কোনও ভোজরাজ ও শিলালিপিতেই ভীম অথবা কর্ণদেব কর্তৃক একাদশ বিশ্বরূপ । শতাব্দীর এই সুপ্রসিদ্ধ নৃপতির বিনাশের ইঙ্গিত পরিলক্ষিত হয় না। ১০৭৮ শকাব্দে (১০২১ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ ভোজরাজের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে (৩)। অলবেরুনি কর্তৃক “ইণ্ডিকা" গ্রন্থ রচিত হইবার সময়ে অর্থাৎ ১৯৩৯ খৃষ্টাব্দে ভোজরাজ, ধারা এবং মালববাজ্য শাসন করিতেছিলেন (৪)। ভোজরাজের “রাজ মৃগাঙ্ক করণ” নামক জ্যোতিগ্রস্থ “শাকে বেদৰ্ত্ত নন্দেঅর্থাৎ ৯৬৪ শকাব্দে বা ১০৪২-৪৩ খৃষ্টাব্দে বিরচিত হইয়াছে। সুতরাং ১৯৪৩ খৃষ্টাব্দেও তিনি জীবিত ছিলেন দেখা যাইতেছে। আবার বিম্বলনের বিক্রমাঙ্কদেব চরিত” গ্রন্থে লিখিত আছে : “ভোজঃ ক্ষমাভূং স থলু ন খলৈস্তস্ত সাম্যং নরেঞ্জৈ স্তৎ প্রত্যক্ষং কিমিতি ভবতী নাগতং হা হতাম্মি। (*) Catalogos Catalogorum. Pt II Page 138. (২) প্রবন্ধ চিস্তামণি ১১৭ পৃঃ, রাসমালা ৬৮ পৃঃ । (*) Indian Antiquary vol. vi Page 53. (s) Professor Sachau’s Translation of Al Beruni’s Indica vol. I. Page 19t.