পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] প্রবোধচন্দ্রোদয় ও ভবদেব । R©Ꮰ কৃষ্ণমিশ্রের “প্রবোধ চন্দ্রোদয়” নাটকের প্রস্তাবনা হইতে জানা যে, চন্দেল্লরাজ কীৰ্ত্তিবৰ্ম্মার ব্রাহ্মণ সেনাপতি গোপাল, দাহলাধিপতি কর্ণ চেদীকে রণে পরাজিত করিয়া কীৰ্ত্তিবৰ্ম্মার প্ৰবোধচন্দ্রোদয় ও গ্রন্থত রাজ্যের পুনরুদ্ধার সাধন পূর্বক তাহাকে ভবদেব । সিংহাসনে প্রতিষ্ঠিত করিবার অবাবহিত পরে, গোপালের আদেশে উহা কীৰ্ত্তিবৰ্ম্মার সমক্ষে অভিনীত হইয়াছিল ও । উক্ত নাটকের দ্বিতীয় সর্গে বঙ্গীয় দার্শনিকগণকে মূৰ্ত্তিমন্ত অহঙ্কার রূপে অঙ্কিত করা হইয়াছে। এই নাটকের একস্থানে এইরূপ লিখিত আছে ($) :–

  • “গোপাল ভূমিপালান প্রসভমদিলতামাত্রমিত্রেণ জিত্ব সাম্রাজ্যে কীৰ্ত্তিবর্গ নরপতি তিলকে যেন ভুয়োভাষে চি ৷” -

“প্রবোধ চন্দ্রোদয়", কলিকাতা সংস্করণ, এ পৃষ্ঠা। এই নাটকের তিন স্থানে কর্ণের নাম উল্লিখিত হইয়াছে :S SBBB S BBBBBB BBB BBBBDBBBBD KBBBB BBB বেধস্তেবোদয়ঃ কৃতঃ” । ৮ পৃষ্ঠা। (২) সকল ভুপাল কুল এলয়-কালান্ধি রুয়েন চেণিপতিনা সমুলিঙ্গং চত্রায় পাৰ্মিানং পৃধিবাানাধিপত্য স্থিরীকুমমত সংরক্ষা"। " পৃষ্ঠা। (৩) “বেন কর্ণসৈন্ত সাগরং নিমর্থ্য মধু মথনে নব ক্ষীর সমুদ্ৰং সমাসাধিতা সময় বিজয় লক্ষ্মী"। প্রাকৃত ভাষায় লিখিত অংশের সংস্কৃতামূৰাদ, ৬ পৃষ্ঠা। কবি বিজ্ঞান কর্ণকে “কালঞ্জর গিরিপতি বিমৰ্দ্দন" বলিয়া অভিহিত করিয়াছেনঃ - স্বতরাং অনুমিত হয়, চলেঙ্গরাজ কীৰ্ত্তিৰশ্ন কর্ণদেবের হন্তে পরাজিত হইবার পত্ৰ কীৰ্ত্তি বৰ্ম্মার সেনাপতি গোপালের হস্তে কর্ণের পরাস্তব হইয়াছিল । ( $ ) “প্রৰোধ চন্ত্রোদয়"-দ্বিতীয় সৰ্গ । ר ל