পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] প্রবোধচন্দ্রোদয় ও ভবদেব। ૨68 পাওয়া গিয়াছে (১)। মুতরাং ټnfټRfl cR ه. دـ۰ ه۰ دw धूः श्रब পৰ্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন তদ্বিষয়ে কোনই সন্দেহ নাই। এই সময়ের মধ্যেই চেীপতি কর্ণদেবের সহিত র্তাহার সংঘর্ষ উপস্থিত হইয়াছিল। কর্ণদেব ১১•• খৃষ্টাব্দে পরলোক গমন করেন। সুতরাং ১১•• খৃষ্টাব্দের পূৰ্ব্বেই যে তিনি কীৰ্ত্তিবৰ্ম্মার সেনাপতি গোপাল-কর্তৃক পরাজিত হইয়াছিলেন, তদ্বিষয়ে কোনই সন্দো নাই। মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতে গোপাল কর্তৃক কর্ণ দেবের পরাজয় ১•৮• খৃষ্টাকে সংঘটিত হইয়াছিল ( ২ )। শাস্ত্রী মহাশয়ের অনুমান সত্য বলিয়া গৃহীত হইলে স্বীকার করিতে হইবে যে, ১৯৮৯ খৃষ্টাব্দের পুৰ্ব্বে এবং ১৯৫৫ খৃষ্টাব্দের পরে ভবদেব ভট্ট বালবলভি ভুজঙ্গ, বঙ্গাধিপতি হরিবর্ণায় সান্ধিবিগ্রহিক পদে প্রতিষ্ঠিত ছিলেন। যাহা হউক ভবদেৰ যে ১১•• খৃষ্টাব্দের পূৰ্ব্বে এবং ১৯৫৫ খৃষ্টাব্দের পরে হরিবর্মদেবের সচীব ছিলেন তৰিয়ে কোনই সন্দেহ হইতে পারে না। বেলাব লিপির চতুর্দশ শ্লোকের পাদটীকায় অধ্যাপক শ্ৰীযুক্ত রাধাগোবিন্দ বসাক মহাশয় লিধিরাছেন, “অলঙ্কাধিপ’ শব্দটি রামকে লক্ষ্য করিয়া প্রযুক্ত হইয়া থাকিলে, এবং তারা “রামপাল’ নামক পাল বংশীয় নরপাল i zf5s sèni frợ, se affr nfx hopelessly indistinct বলিয়া কথিত হইতে পারেন। অধ্যাপক বসাক মহাশয় উক্ত শ্লোকে রামপালের ইঙ্গিত অাছে বলিয়া মনে করেন। তাহা হইলে ভোজবশ্বাকে রামপালের সমসামরিক বলা যাইতে পারে। রামপাল ১৯৫৫ খৃঃ অঃ হইতে ১৪৯৭ খৃঃ অঃ পৰ্যন্ত রাজত্ব করেন। ঐযুক্ত অক্ষয়কুমার মৈত্রের মহাশয়ের মতাক্ষসরণ করিয়া ভোজৰশ্নর অব্যবহিত পরেই জ্যোতিৰক্ষ্মী (3) Indian Antiquary Vol. xviii Page 238, . (*) Introduction to Rama carita Page II.