পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 о ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড কল্যাণের চালুক্য-রাজ আহ্বমল্প প্রথম সোমেশ্বরের দ্বিতীয় পুত্র চী কুমার বিক্রমাদিত্য ১৯৪৬ খৃষ্টাব্দ হইতে ১০৭১ লুক্য বিক্রমাদিত্য ও খৃষ্টাব মধ্যে পিতার আদেশ ক্রমে দিগ্বিজয়ে - বহির্গত হইয়া গোঁড় এবং কামরূপ আক্রমণ হরিবর্ম করিয়াছিলেন। বিহ্বলন “বিক্রমাঙ্ক দেব চরিতে" এই দিগ্বিজয় প্রসঙ্গে লিখিয়াছেন ঃ– “গায়স্তি স্ম গৃহীত-গৌড়-বিজয়-স্তম্বেরমস্তাহবে তন্তোম্মলিত-কামরূপ নৃপতি-প্রাজ্য-প্রতাপশ্ৰিয়ঃ। ভাস্ক সান্দন-চক্র-ঘোষ মুষিত-প্রত্যুষ নিদ্রারসাঃ পূর্বাদ্রেঃ কটকেষু সিদ্ধ বনিতাঃ প্রালেয়গুদ্ধং যশঃ ॥ ७॥१8।। “হুর্যের রথচক্রের শব্দে প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে, সিদ্ধ যনিতাগণ পুৰ্ব্বাদ্রির কটিদেশে, যুদ্ধে গৌড়ের বিজয় হস্তী গ্রহণকারী এবং কামরূপাধিপতির বিপুল প্রতাপ উন্মলনকারী কুমার বিক্রমাদিত্যের তুষার শুভ্ৰ যশ গান করিয়াছিল" (১)। ১৯২৫ খৃষ্টাব্দ হইতে ১৯৬৭ খৃষ্টাব্দ মধ্যে হরিবর্মদেব বঙ্গের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । বিক্রমাঙ্কদেৰ চরিতে এই বঙ্গরাজের উল্লেখ নী থাকায়, মনে হয়, কুমার বিক্রমাদিত্য গৌড় ও কামরূপাধিপতিকে পরাজিত করিলেও বঙ্গাধিপ হরিবর্মদেবকে পরাজিত করিতে সমর্থ হন নাই, অথবা কামরূপ অভিযানের সময় তাহাকে বঙ্গ রাজ্য অতিক্রম করিতে श्इ मारे । (०) cशौछूद्रांज मांग-s* शृङ्गे ।