পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 ঢাকার ইতিহাস। [ २ध्न ध७ পারে (১) । সুপ্রদেবীর গর্ভে ষে পুত্র উৎপন্ন হয়, তাহাকে ঐ সার্থসিংহের ঔরস জাত বলা যাইতে পারে। ইউরান চোৱাং ইহাকে জং, দ্বীপের মহাবণিক ও ইহার নাম সিংহ বলিয়াছেন । যাহা হউক, বঙ্গরাজের দৌহিত্র এই সিংহ বাহু শত যোজন অরণ্যে সিংহপুর নামক নগর ও গ্রাম সমুহ নিবেশিত করেন । সিংহবাহুর রাষ্ট্র "লাড় রট” বলিয়া উক্ত হইয়াছে। জৈন শাস্ত্রে লাড়কে “লাচ” বলে । ‘লাড়’ বা “লাচ” বর্তমাণ রাঢ় ব্যতীত অপর কিছুই নহে। কেহ কেহ সিংহপুরকে হুগলী জেলার সিঙ্গুর বলিয়া অনুমান করিয়া থাকেন। তৎকালে রাঢ় ভীষণ অরণ্যানি সন্থল ছিল। সিংহবাহু, স্বীয় ভগিনী সিংহই বলিকে মহিষী করিয়া অরণ্য মধ্যস্থিত সিংহপুর নগরে রাজত্ব করিতে থাকেন । সিংহবাহুর পুত্রই বিজয়বাহ বা বিজয়সিংহ বলিয় প্রসিদ্ধ। বিজয়সিংহ, তাম্রপর্ণি দ্বীপ জয় করায় তদীয় নামানুসারে ঐ দ্বীপের নাম সিংহল বলিয়া অভিহিত হইয়াছে। নিৰ্মাণোন্মুখ ভগবান বুদ্ধ যে দিন কুশীনগরের শালতরু দ্বয়ের মধ্যে দেহ রক্ষা করিয়াছিলেন, কুমার বিজয়সিংহ পোতারোহণে সেইদিনই তাম্রপর্ণি দ্বীপে সফল বলে উপনীত হইয়াছিলেন (২) । পালি বিনয় পিটক হইতে অবগত হওয়া যায় যে, ভগবান বুদ্ধদেব তীয় শিষ্যবৰ্গকে বঙ্গদেশে ব্যবহৃত একপ্রকার গৃহ বিশেষে বাস করিতে উপদেশ দিয়া ছিলেন (৩) ৷ মহাকবি ভাল বুদ্ধের জীবিতাবস্থায় (১) সাহিত্য পরিষৎ পত্রিকা ১৩১৫। (3) Upham's Sacred Books of Ceylon, I. Page 69 and vol. II. Page 164. (e) Culla-Vagga VI I. Budhism in Translation Page 412.