পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অঃ ] উপক্রমণিকা । ›ፃ করা শক্ত। ইউয়ান চোরাং যখন বলিয়াছেন যে, কামরূপ রইতে ১২• ০– ১৩• • লী বা ২••—২১৭ মাইল দক্ষিণে এবং তাম্র লিপ্তি হইতে ৯• • লী বা ১৫• মাইল পূৰ্ব্বদিকে সমতট অবস্থিত, তখন তিনি হয়ন্ত সমতটের রাজধানীর দূরত্বই নির্দেশ করিয়াছেন। কামরূপ হইতে সমতটে অথবা সমতট হইতে তাম্র লিপ্তিতে তিনি জলপথে কতদূর গমন করিয়াছিলেন এবং স্থল পখেই বা তাহাকে কতদূর যাইতে হইয়াছিল, তাহ জানা যায় না। তাম্র লিপ্তি হইতে সোণার গায়ের দূরত্ব ১৭৫ মাইল । সুতরাং সমতটের রাজধানী ষে সোণার গায়ের অনতি দূরেই অবস্থিত ছিল তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই । . রেনেলের সপ্তদশ সংখ্যক মানচিত্রে সমকুট ( সোম কোট ) নামক একটি স্থান দেখিতে পাওয়া যায়। বহু প্রাচীন কীৰ্ত্তি কলাপের ধ্বংস চিত্ন সহ অধুনা এই স্থান কীৰ্ত্তি নাশার কুক্ষিগত হইয়াছে। পুরাতত্ত্ব বিদ কানিং হাম ষে যুক্তির আশ্রয়ে তমোলুক হইতে ১৩• মাইল দূরবর্তী যশোহরে সমতটের রাজধানী প্রতিষ্ঠাপিত করিতে প্রয়াস পাইয়াছেন, তাহারই যুক্তি শিরোধাৰ্য্য করিয়া আমরা তমোলুক হইতে ১৭• মাইল দূরবর্তী সোম কোটে সমতটের রাজধানীর স্বান অনায়াসেই নিৰ্দ্ধারণ করিতে পারি। প্রাচীন কামরূপের রাজধানী কোন স্থানে অবস্থিত ছিল তৰিষয়ে মতভেদ রহিয়াছে ; কানিংহাম সাহেবের মতে ( ১ ) কামতাপুরে ( লাল বাজার) গেইট সাহেবের মতে (২) কোচিবহারের কোনও স্থানে বা রংপুরের পূৰ্ব্ব প্রাস্তে অথবা গোয়াল পাড়ায় ; আবার কেহ কেহ গৌহাটীতে কামরূপের রাজধানী স্থাপিত ছিল বলিয়া মন্ত প্রকাশ করিয়াছেন- সোমকোট হইতে (x) Cunningham's Ancient Geography of India. Page 503. (*) Gait's History of Assam Pages 24–25.