পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७०९ ঢাকার ইতিহাস । [ २झ ५७ (কাটোয়ার প্রাপ্ত ) শ্রমশঃ ন উক্ত হইয়াছে, “চন্দ্রবংশে অনেক রাজা জন্মগ্রহণ করিয়াছিলেন ; • • • • তাহারা সদাচার পালন খ্যাতি গর্কে রাঢ় দেশকে অনন্ত ভূতপূৰ্ব্ব প্রভাবে বিভূষিত করিয়াছিলেন { ৩ শ্লোক)। এই রাজ পুত্র গণের বংশে “শক্র সেন সাগরের প্রলয় তপন সামন্ত সেন জন্ম গ্রহণ করিয়াছিলেন ( ৪শ্লোক )।” এই উভয় বিবরণে আপাতত বিরোধ দেখা যায়। প্রথম লিপি অনুসারে মনে হয়, সামন্ত সেন শেষ বয়সে কর্ণাট ত্যাগ কৃরিয়া, তীর্থ ভ্রমণ উপলক্ষে বাঙ্গলায় আসিয়াছিলেন। দ্বিতীয় লিপিতে দেখা যায়, তাহার পূর্ব পুরুষেরা রাঢ় নিবাসী ছিলেন। অথচ এই দুইটি লিপি প্রায় একই সময় রচিত। এইরূপ তুল্য কালীন লিপিতে এত বিরোধ করন৷ অসম্ভব। কিন্তু যদি অনুমান করা যায়, রাঢ়দেশ কর্ণাট রাজের পদানত ছিল, এবং কর্ণাট-রাজ কর্তৃক রাঢ় শাসনার্থ নিয়োজিত, (লক্ষ্মণ সেনের মাধাই নগরে তাম্রশাসনে কথিত) “কর্ণাট ক্ষত্ৰিয়” বংশজাত রাজপুত্র গণের বংশে সামন্ত সেন জন্ম গ্রহণ করিয়৷ রাঢ়দেশেই কর্ণাট রাজের শক্রগণের সহিত যুদ্ধে রত ছিলেন, তাহা হইলে এই বিরোধের ভঞ্জন হয়। বিহ্বলন বিবৃত চালুক্য রাজকুমার বিক্রমাদিত্য গোঁড়াধিপের এবং (হয়ত গোঁড়াধিপের সাহাষার্থ আগত ) কামরূপাধিপের পরাজয় বৃত্তান্ত এই অনুমানের অমুকুল প্রমাণরূপে গ্রহণ করা যাইতে পারে। চন্দেল্লরাজ কীর্তি বৰ্ম্মার (রাজত্ব ১ . ৪৯—১১০০ খৃষ্টাক) আশ্রিত “প্রবোধ চশ্রোদয়” রচয়িতা কৃষ্ণমিশ্র যাহাকে “গোড়ং রাষ্ট্র মমুত্তমং নিরুপমা তত্ৰাপি রাঢ়া” বলিয়া বর্ণনা করিয়াছেন, কুমার বিক্রমাদিত্য গৌড়াধিপকে পরাজিত করিয়া, সেই রাঢ়দেশ গৌড়রাষ্ট্র হইতে বিচ্ছিন্ন করিয়াছিলেন। নবজিত রাঢ় শাসনাৰ্থ কর্ণটি রাজ যে রাজপুত বা ক্ষত্রিয় সেন নায়ককে নিয়োগ করিয়াছিলেন, সামন্ত সেন তাহারই বংশধর (১)। १ s) cोकृइज याणा (s७-s१ वृद्धी)।