পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] সামন্ত সেন । ©●ፃ কিন্তু দিশ্বজয়ের পরে কল্যাণের চালুক্য রাজগণ যে গৌড়, মগধ বা বঙ্গের কোন প্রদেশ আয়ত্ত রাখিতে পারিয়াছিলেন তাহ সম্ভবপর বলিয়া বোধ হয় না। কলাণ হইতে রাঢ় বহু দূর, তখনও আর্য্যাবৰ্ত্ত বা দাক্ষিণাত্য রাজশূন্ত হয় নাই। কল্যাণ হইতে গৌড় বঙ্গে বিজয় যাত্রা করা সম্ভব, কিন্তু গৌড় বঙ্গের কোন প্রদেশ অধিকার করিয়া আয়ত্তাধীন রাখা তখন শক্ষিণাত্যের কোন রাজার পক্ষেই সম্ভবপর নহে। তখন প্রাচীন পাল সাম্রাজ্যের অস্তিমাশা উপস্থিত হইয়াছিল বটে, কিন্তু তখনও ত্রিপুরীতে ও রত্নপুরে চৌরাজগণ, জেজাভূক্তিতে চন্দ্রাত্রেয়গণ, মালবে পরমারগণ অত্যন্ত প্রতাপশালী। • • • • বিহলনদেবের বাক্য হয়ত সত্য, কিন্তু চালুক্যরাজ যষ্ঠ বিক্ৰমাদিত্য যে রাঢ় অধিকার করিয়া তাহার শাসন ভার কর্ণাট দেশীয় সেনাপতির হস্তে স্তন্ত করিয়াছিলেন এবং তিনি যে স্বাধিকার অক্ষুণ্ণ স্বাধিতে সক্ষম হইয়াছিলেন একথা ইতিহাসের ক্ষেত্রে টিকিবে কিনা সন্দেহ। কর্ণাট বলিলে করাডা তাবা প্রচলিত দেশকে বুঝায় ; কল্যাণ এই কর্ণাট দেশে অবস্থিত, কিন্তু তথাপি স্বীকার করা যায় না যে, একাদশ শতাব্দীর দ্বিতীয় ও তৃতীয় পাদে কর্ণাট দেশীয় কোন রাজা আৰ্য্যাবর্তের পূর্ন প্রান্তে আসিয়া স্থায়ী অধিকার স্থাপন করিতে সমর্থ হইয়াছিলেন। • • • • • ষষ্ঠ বিক্রমাদিত্যের পিতামহ জগদেক মল্ল দ্বিতীয় জয়সিংহ দাক্ষিণাত্য রাজচক্রবর্তী রাজেন্দ্র চোল কর্তৃক পরাজিত হইয়াছিলেন। মেলপাডি৯ গ্রামে চোলেশ্বর মন্দিরে তামিল ভাষায় লিখিত পর কেশরীৰৰ্ম্ম প্রথম রাজেজ চোল দেবের নবম রাজ্যাঙ্কের যে খোদিত লিপি আছে তাহ श्रेष्ठ जांना त्रिबांग्रह ८ष अब्रनिश्नब dफ्रांगब्रांज कईरू जूननि द ब्रूरक्रि ক্ষেত্রে পরাজিত হইয়াছিলেন (১)। ( » ) Sonth Indian Inscriptions, vol iii No 18 Page 7. ---