পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ بوe ع চালুক্যরাজ এই পরাজয় স্বীকার করেন নাই। বালগাম্বে গ্রামে আবিষ্কৃত কল্লাডা ভাষায় লিখিত এই জগদেক মল্ল দ্বিতীয় জয়সিংন্থ দেবের রাজ্য কালীন একখানি খোদিত লিপি হইতে জানা গিয়াছে যে চালুক্যরাজ পরাজিত হইলেও প্রশস্তিকারগণ র্তাহাকে সিংহের সছিত এবং রাজেন্দ্র চোল দেবকে গজের সহিত তুলনা করিতেন ( ১ ) ! মুশঙ্গি যুদ্ধক্ষেত্রে চালুক্যরাজ পরাজিত হইয়া চোল সম্রাটের অধীনতা স্বীকার করিলে বোধহয় বহু কর্ণাট-দেশীয় সৈনিক তাহার সেনাদলভূক্ত হুইয়াছিল। রাজেজচোল দেব যখন উত্তরাপথ আক্রমণের উদ্দেশ্র প্রচার করিয়াছিলেন তখন হয়ত কোনও ভাগ্যান্বেষী দরিদ্র উচ্চবংশোদ্ভব সৈনিক ধন-ধান্ত-পূর্ণ গোঁড়ভূমির খ্যাতি শ্রবণ করিয়া চোল বিজয় বৈজয়ন্তীর রক্ষার্থ অস্ত্র গ্রহণ করিয়াছিল । চোল মণ্ডল হইতে রাজেন্দ্র চোলের বিজয়-বাহিনী উত্তর রাঢ়ের উত্তর সীমায় গঙ্গাতীর পর্য্যন্ত দেশ বিজয় করিয়া সম্ভবতঃ গঙ্গেত্তরণকালে প্রথম মহীপাল দেব কর্তৃক পরাজিত হইয়াছিল । রাজেজচোল প্রত্যাবর্তন করিলে সেই ভাগ্যাম্বেষা সৈনিক পুরুষ সম্ভবতঃ রাঢ় দেশে বাস করিয়াছিল, তাহারই বংশে সামন্তু সেন জন্মগ্রহণ করিয়াছিলেন। দেবপাড়া প্রশস্তি ও বল্লাল সেনের তাম্রশাসন উভয়ের উক্তি সত্য, সামন্ত সেন কর্ণাট-লক্ষ্মী লুণ্ঠনকারী দুৰ্ব্বত্তগণকে শাসন করিয়াছিলেন, তাহার অর্থ এই যে রাঢ়মগুলে শত্রুসৈন্ত পরিবৃত্ত হইয় তিনি বিদেশীয় গণের আক্রমণ হইতে আত্মরক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন। রাঢ়মণ্ডল বাসিগণ যথাসাধ্য বিদেশীয় কন্টকোম্মলনের চেষ্টা করিয়াছিল, কিন্তু দেশে প্রকৃত রাজশক্তির আভাষ হওয়ায় কৃতকাৰ্য্য হইতে পারে নাই। সামন্ত সেন রাঢ়বাসীর डेनब्र अषिनडा दिखांब्र रुब्रिड्रां७ जनक्छूमि पिषठ श्रेष्ठ •ारब्रन ब्राई, বাঙ্গালাদেশের কিয়দংশ অধিকার করিয়াও তিনি বাঙ্গালী হইতে পারেন