পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম জঃ ] আবির্ভাবকাল । ー〉● পরের শ্লোকে হঠাৎ বিজয়সেনের বরেঞ্জে প্রাচুর্ভাব সুসঙ্গত হয় না। “বিজয়সেন সম্ভবতঃ মদনপালদেবের অষ্টম রাজ্যাঙ্কের পরবর্তী সময়ে বরেন্দ্রভূমি অধিকার করিতে সমর্থ হইয়াছিলেন। রাঢ় ও বঙ্গ ইহার পূৰ্ব্বেই বিজয়সেনের হস্তগত হইয়াছিল ; রাঢ়ে ও বঙ্গে স্থপ্রতিষ্ঠিত হইয়াই বিজয়সেন গঙ্গানদী উত্তরণপূর্বক বরেত্রের দক্ষিণাংশ অধিকার করিতে সমর্থ হইয়াছিলেন” ( ১ ) । এমতাবস্থায় বয়েন্দ্রে বিজয়সেনের প্রথম অভু্যদয় কল্পনা করিবার প্রয়োজন অনুভূত হয় না। বিজয়সেনই বাহুবলে গৌড়বঙ্গ-কামরূপ-কলিঙ্গ প্রভৃতি দেশ জয় করিয়া অদ্বিতীয় নৃপতি হইয়াছিলেন । তিনিই প্রকৃত প্রস্তাবে সেনবংশের প্রথম রাজা । সুতরাং দানসাগরের ভূমিকায় লিখিত,— “তদন্তু বিজয়লেনঃ প্রান্ডুরাসৗম্বরেঞ্জ” সমীচীন পাঠ বলিয়া গ্রহণ করা যায় না। পক্ষাস্তরে আলোচ্য শ্লোকটীয় সমুদয় চরণের অর্থ সঙ্গতি করিলে— “তদন্তু বিজয় সেন: প্রাচুরালীয়রেজঃ” পাঠই প্রকৃত বলিয়া মনে হয়। বিজয় সেনের অভু্যদয় সম্বন্ধে মনীষিগণ মধ্যে বিস্তর মতভেদ পরিলক্ষিত হইয়া থাকে। গৌড়রাজমালার লেখক প্রত্নতত্ত্ব বিশারদ মছরথী ডাঃ কিলছর্ণের মতামুসরণ করিয়া সামন্তআবির্ভাবকাল । সেনকে খৃষ্টীয় একাদশ শতাব্দীর চতুর্থপাছে, হেমন্ত সেনকে স্বাদশ শতাব্দীর প্রথমপাদে এবং বিজয়সেনকে দ্বিতীয়পাদে ( আনুমানিক ১১২৫-১১৫০ খৃষ্টাব্দে ) স্থাপিত করিতে প্রয়াসী ( )। আবার বিজয় সেনের দেবপাড়া প্রশস্তির ( *) यांत्रांनांब्र रेडिहांन-बैब्रांथांज बन पाचjांशांशांश्च यनौठ-२४v-२v* श्रृंछेI ॥ ( २ ) cजौक्लद्रांजजांन-७० श्रृं*1।।