পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ ט\כלא একবিংশ শ্লোক এবং লক্ষ্মণ সংবতের সময় নিৰ্দ্ধারণ দ্বারা বিজয় সেনের অভু্যদয়কাল একাদশ শতাব্দীর চতুর্থপাদ বলিয়া নিরূপিত হইয়াছে। দেবপাড়া প্রশস্তিতে উক্ত লইয়াছে ( ১ ) – “ত্বং নাস্তবীর বিজয়ীতি গিরঃ কবীনাং শ্রদ্ধান্তমামননরূঢ়নিগুঢ় দোষ । গৌড়েশ্রমত্রবদপাকৃত কামরূপ ভূপং কলিঙ্গমপি যন্তরসাং জিগায়”। অর্থাৎ —“আপনি নাস্তবীর বিজয়ী” কবিদিগের এইবাক্য শ্রবণ করতঃ মনে তাহার অন্তর্থ গ্রহ হওয়াতে, ( অর্থাৎ আপনি অন্ত বীর বিজয়ী নহেন ) তাহার অস্তঃকরণে গুপ্ত রোধের উদয় হইয়াছিল এবং তিনি কলিঙ্গ, কামরূপ এবং গৌড় অতি ত্বরায় জয় করিয়াছিলেন। প্রত্নতত্ত্ববিদ মুখীগণ এই “নান্ত”কে কর্ণাটক বংশের আদিপুরুষ নান্তদেব বলিয়া অনুমান করিয়া থাকেন। নেপালের রাজা জয়প্রতাপ মপ্লের কাটামুণ্ডুতে প্রাপ্ত ৭৬৯ নেপালী সম্বতের (১৬৪৯ খৃষ্টাব্দের ) শিলালিপিতে উল্লিখিত মিথিলার এবং নেপালের “কর্ণাটক”বংশীয় রাজগণের বংশলতায় “নান্তদেব” উপরোক্ত বংশের আদিপুরুষ বলিয়া উক্ত হইয়াছেন (২) । জৰ্ম্মানির প্রাচ্য বিষ্ঠায়ুশীলন সমিতির পুস্তকালয়ে রক্ষিত একখানি পুথিতে নান্তদেৰ ১৯১৯ শকে বা ২১৪৯৭ খৃষ্টাব্দে বর্তমান ছিলেন বলিয়া জানা ( 2 ) Epigraphia Indica Vol. I. P. 3o9. ( * ) Indian Antiquary Vol IX. P. 188. Vol XIII P.418. Keilhorn's List of Northern Inscriptions, Appendix Epigraphia Indica Vol V.