পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম জঃ ] আবির্ভাবকাল । €y a যায় (১)। নেপাল তরাই এর অন্তর্গত দোন্তিয় পরগণার সিমরুপগড়মামক স্থানে ১৯৯৭ খৃষ্টাব্দে নান্যদেব একটি দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। যথা:– “নন্দেলু ৰিজু বিধু সন্মিত শাকবর্ষে তৎশ্রাবণ সিতদলে মুনি সিদ্ধতথ্যাম্। স্বাতি শনৈশ্চয় দিনে করিবৈরিলগ্নে শ্ৰীনান্তদেব নৃপতিবিদীত বাস্তম্” ॥ সুতরাং এই নান্তদেবের প্রতিদ্বন্দ্বী বিজয়সেনকে একাদশ শতাব্দীর শেষপাদেই নিক্ষেপ করিতে হয়, ই২ লক্ষ্য করিয়া, গৌড়রাজমালার লেখক বলেন, “দেবপাড়া প্রশস্তির “নান্ত” এবং কর্ণাটক বংশের আদিপুরুষ “নান্তদেব” অভিন্ন হইলেও একাদশ শতাদের শেষপাদে বিজয় সেনের রাজত্বকাল নিরূপণ অনাবশ্বক ; পরস্তু নান্তদেব দ্বাদশ শতাদের দ্বিতীয়পাদ পর্যন্ত জীবিত ছিলেন, এবং সেই সময়ে বিজয় সেনের সহিত র্তাহার বিরোধ উপস্থিত হইয়াছিল, এরূপ মনে করিবার যথেষ্ট কারণ আছে! কার্ণাটক-বংশীয় নৃপতিগণের বংশতালিকা অনুসারে নেপাল-বিজয়ী হরিসিংহ নান্যদেব হইতে অধস্তন অষ্টম পুরুষ । হরিসিংহের মন্ত্রীচণ্ডেশ্বর ঠাকুরের সংগৃহীত"বিবাদ রত্নাকরের” মঙ্গলাচরণ হইতে জানা যায়, হরিসিংহ ১২৩৯ শকাব্দে ৰা ১৩১৭ খৃষ্টাব্দে জীবিত ছিলেন । স্বতরাং প্রতিপুরুষে গড়ে ২৫ বৎসর হিসাৰে, হরিসিংহের উর্দ্ধতন সপ্তমপুরুষ নান্তদেব মোটামুট ১১৫০ খৃষ্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, এরূপ অনুমান করা যাইতে পারে। গৌড়রাষ্ট্রের সেই অধঃপতনের সময়, কর্ণাট ক্ষত্রিয় বংশোস্তুৰ বিজয় সেন বরেক্সে যে কাৰ্য্য সাধনে উদ্যোগী হইয়া ( 2 ) Deutsche Morganlandische Gessels chaft Vol ii. P. 8. cनोक्लबांजनांन-७* श्रृंछ।