পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

భీe ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ “রামচরিত হইতে জানা গিয়াছে যে গাছড়বাল বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রদেব মদনপালের সমসাময়িক ব্যক্তি ও বন্ধু ছিলেন – “সিংহ স্থত বিক্রাস্তেনাৰ্জ্জুন ধায়৷ ভূব প্রদীপেম । কমল বিকাশ ভেষজ ভিষজী চন্ত্রেণ বন্ধুনোপেতম (তাম্) ॥ চণ্ডীচরণ সরো(জ) প্রসাদ সম্পন্ন বিগ্রহশ্রীকং । নখলু মদনং সাঙ্গেশমীশমগাদ জগদ্বিজয়ঃ লক্ষ্মীঃ” ॥ (১)। কান্তকুজ্ঞাধিপতি চন্দ্রদেব ১১৪৮ বিক্রম সম্বৎসরে বা ১০৯০ খৃষ্টাব্দে একখানি তাম্রশাসন প্রদান করিয়াছিলেন, তাহ দুই তিন বৎসর পূৰ্ব্বে কাশীর নিকট চন্দ্রাবতী গ্রামে আবিষ্কৃত হইয়াছে। ১৯৯৭ খৃষ্টাব্দে চন্দ্রদেব বারাণসীতে ত্রিলোচন ঘটায় স্নান করিয়া বামন স্বামী শৰ্ম্মাকে যে গ্রাম দান করিয়াছিলেন তাহার তাম্রশাসন তৎপুত্র মদনপাল কর্তৃক প্রদত্ত কৃষ্টয়াছিল। ১১০৪ খৃষ্টাব্দে মহারাজ পুত্র গোবিন্দচন্দ্র গঙ্গাতীরবর্তী বিষ্ণুপুর গ্রাম হইতে একখানি তাম্রশাসন প্রদান করিয়াছিলেন, সুতরাং সে সময়ে তাহার পিতা মদনপাল দেব নিশ্চয়ই সিংহাসনারোহণ করিয়াছেন ও তাহার পিতামহ চন্দ্রদেব স্বর্গগমন করিয়াছেন । অতএব গৌড়ীয় মদন পাল দেব ১৯৯০ খৃষ্টা হইতে ১১৯৪ খৃষ্টাব্দের মধ্যে কোন সময়ে সিংহাসমারোহণ করিয়াছিলেন” । মুতরাং বিজয় সেনকে দ্বাদশ শতাব্দীর দ্বিতীয় পাদে নিক্ষেপ করিবার বিশেষ আবশ্যকতা নাই। ৰিজর সেনের দেবপাড়া প্রশস্তি হইতে জানা যায় যে তিনি গৌড়েন্ত্রকে সবলে আক্রমণ করিয়াছিলেন (২) । উপরোক্ত প্রমাণ দ্বারা সিদ্ধাস্ত হইতেছে যে এই গৌড়েঙ্গ সম্ভবতঃ মদনপাল দেৰ। ( > ) Memoirs of the Asiatic Society of Bengal Vol III. Page 52. (*) Epigraphia Indica Vol I. P. 3c9. Verse 2o,