পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶՀ8 ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ ছিলেন। বিজয় সেন কর্তৃক পরাজিত নান্যদেব যে মিথিলার কর্ণাটক রাজবংশের প্রতিষ্ঠাতা তাহ পূৰ্ব্বেই উল্লিখিত হইয়াছে। রামপালের ৰয়েন্ত্র অভিযানের সহযাত্রী কৌশাৰীপতি দ্বোরপবর্ধন” (১) এবং “নানারঙ্কুকুটকুটমবিকটকোটাটবিকক্টরবো দক্ষিণ সিংহাসন চক্রবর্তী বীরগুণ” (২ ) নামক নরপতিদ্বয় বিজয় সেন কর্তৃক পরাজিত ও বর্ণীকৃত, বৰ্দ্ধন এবং বীর নামক ভূপালদ্বয় কিনা তাহা জানা যায় নাই। প্রত্নতত্ত্ববিদ্‌ পণ্ডিত ঐযুক্ত মনোমোহন চক্রবর্তী এই রাঘবকে কলিঙ্গাধিপতি রাঘব বলিয়া মনে করেন (৩)। তিনি বলেন, “১১৫৬—১১৭১ খৃষ্টাব্দে রাঘব নামক একজন রাজাকে কলিঙ্গের সিংহাসনে প্রতিষ্ঠিত দেখিতে পাওয়া যায় ( s )। রাঘবের রাজত্বের প্রথমাংশে ( ১৯৫৬—১১৬০ খৃষ্টাব্দে ) বিজয় সেনের রাজত্বের শেষাংশ পতিত হইয়াছিল অনুমান করিলেই সামঞ্জস্ত রক্ষিত হইতে পারে” ( e ) । কলিঙ্গাধিপতি অনন্তধৰ্ম্ম চোরগঙ্গের তাম্রশাসনামুসারে ৯৯৯ শকে বা ১০৭৮ খৃষ্টাব্দে তাহার রাজ্যাভিষেক সম্পন্ন হইয়াছিল বলিয়া জানা গিয়াছে (৬)। চোরগদ ১১৪২ খৃষ্টা পৰ্যন্ত কলিঙ্গের সিংহাসনে সমাসীন ছিলেন ( ৭ )। তৎপরে তদীয় পুত্র ভামুদেৰকে আমরা ১১৫২ ( 3 ) ब्रांमकब्रिड २e Üकां । ( R ) রামচরিত ২৬ টাকা । (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal. 1905, page 49, ( * ) J. A. S. B. LXXII, page 113. (*) J. A. S. B. New Series vol. I, No. 3, page 49. (•) Epigraphia Indica Vol V. Appendix, Pages 5ro-52. (*) Ibid.