পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ } চোরগঞ্জ ও বিজয়সেন । చిక পারিলে চন্দ্র মণ্ডল কলঙ্কমুক্ত হইতে পারিত” (২)। বিজয় সেন এই সময়ে অনন্তবৰ্ম্ম চোড়গঙ্গের সাহায্যে উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় অধিকার করিয়াছিলেন বলিয়া বোধ হয় না। চোরগঙ্গের এই গোঁড়াভিযানের পরে বোধ হয় তিনি দ্বিতীয়বার রাঢ় আক্রমণ করিয়াছিলেন, এবং সেই সময় বোধ হয়, বিজয় সেন তাহাকে পরাজিত করিয়াছিলেন”। বিজয় সেন যে চোয় গঙ্গের সাহায্যে উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় অধিকার করিয়াছিলেন অথবা চোয়গঙ্গ কর্তৃক দ্বিতীয়বার রাঢ় আক্রমণের ফলেই যে তিনি বিজয় সেন কর্তৃক রাঢ় দেশে পরাজিত হইয়াছিলেন, তাহার কোনই প্রমাণ নাই । বিজয় সেন কলিঙ্গ আক্রমণ কমিয় সম্ভবতঃ চোরগঙ্গকে কলিঙ্গের কোনও স্থানেই পরাজিত করিয়াছিলেন। এই কলিঙ্গ বিজয়ের প্রসঙ্গই বিজয় সেনের দেবপাড়া প্রশস্তিতে উল্লিখিত হইয়াছে। রামপালের রাজত্বের শেষ সময় হইতেই বিজয় সেনের প্রতাপ পালরাজ্যে অনুভূত হইতে ছিল। রামপালের পুত্র কুমার পাল অত্যন্ত বিলাসী ছিলেন (৩) সন্দেহ নাই, কিন্তু তদীয় মন্ত্রী ও সেনাপতি বৈদ্যদেবের বাহুবল-রক্ষিত পাল সাম্রাজ্যের সম্পূর্ণ অধঃপতন সংঘটিত হইতে ( - ) J. A. S. B. 1896. Pt I Page a41. ( R ) “बछांनूसद्ध दछ नजद्र बाञ्च cनोवांछे शैशेौब्रव সস্তৈৱিস্থিতিশ্চ বরচলিতং চেয়াপ্তি তদাম্যম্ভুঃ। কিঞ্চোৎ পাতুককে নিপাত পতন গ্রোৎসপিতে: শ্ৰীকরৈ রাকাশে স্থিরতা কৃতা যদি ভবেৎ গুঙ্কিলঙ্কঃ শশী । গৌড়লেখ মালা ১৩• পুষ্ট । e) "छन्प्लांक छांग्रछ बिछांब्रड बाँहरीौर्षा সিঙ্গীত পীৰৰ ৰিয়োৰি বশং পয়েধি । cवकिट्टे कीर्डिंक नcब्रव वधू करभाज কর্ণাপত্ৰ মকৰী কুমায় পালঃ " গৌড় লেখমালা ১৬২ পৃষ্ঠা।