পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] আবির্ভাবকাল । ○8cm আলোচ্য বিষয় সংক্ষেপে উক্ত হইয়াছে। এইরূপ তালিকা এবং ৰিষয় হুটা অনেক নিবন্ধেই দৃষ্ট হয়। কিন্তু এদিয়াটক সোসাইট পূধির ভূমিকায় এই ১৯টা শ্লোকের একটিও স্থান লাভ করে নাই। এই সকল শ্লোক ও কি তবে প্রক্ষিপ্ত?” বিষয়-স্বচীর পর বোম্বাইএর পুথিতে যে তিনটি শ্লোক উল্লিখিত হইয়াছে, তাই পৃষ্ঠায় উদ্ভূত হইছে। উক্ত তিনটি শ্লোক এক স্বত্রে গ্রথিত। ইহার একটিকে পরিত্যাগ করিয়া আর একটিকে রাখিবার উপায় নাই। কিন্তু এসিয়াটিক সোসাইটর পুথিতে তাহাই কয়t হইয়াছে। প্রথম দুইট পরিত্যক্ত এবং তৃতীয়ট মাত্র লিপিবদ্ধ হইয়াছে। এ অবস্থায়, “শাকে খ-নব-খেম্বন্দে” ইত্যাদি শ্লোকটিকে প্রক্ষিপ্ত বলা চলে না”। বল্লাল সেন রচিত দান সাগর গ্রন্থের দুইখানি পুথিতে সময় বিজ্ঞাপক শ্লোক আছে। ইহার একখানি ইণ্ডিয়া আফিসে সংগৃহীত হইয়াছে, অপরখানি প্রাচ্যবিদ্যা মহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বন্ধ মহাশয়ের নিকটে রহিয়াছে। এই শেষোক্ত পুথি খানিতে আরও দুইটিশ্লোকগন্নিবেশিত আছে, তাহ দ্বারা বল্লাল সেনের সময় আরও বিশদরূপে নিরূপিত হইয়াছে। কিন্তু এই শ্লোক ছুইটী অপর কোনও পুথিতে আছে বলিয়া জানা যায় না। “রবি তগণাঃ শল্পশিষ্ট যে ভূত দান সাগরস্তান্ত । ক্রমশোহন্ত্র সম্পরিষ্কামুপান্ত বৎসর পঞ্চ ৷ তদেব মেকনবত্যধিকবর্যসহস্রারেংক্টিতে শাকে । সম্বৎসরাঃ পতন্তি বিশ্বপদারতা চ” । ( ১ ) দান সাগর এবং অদ্ভুত সাগরের উপরোক্ত সময় জ্ঞাপক শ্লোক कब्रüी দেখিয়া ডাঃ কীলহর্ণ র্তাহার পূৰ্ব্বমত পরিবর্তন করিয়াছিলেন (২)। ( » ) H. P. Shastri's notices of Sanscrit Manuscripto— 2nd Series, Vol I Page 17o. а s» & - - (*) Epigraphiâ Indica Vol Viii, appendix (Synchronistic List for Northern India).