পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ö8wo ঢাকার ইতিহাস । [ २झ ष७ এজন্তই উহা দুইখানি পুস্তকে লিখিত হইয়াছে ; পরস্তু শেষ শ্লোক স্বর উহারও পরে প্রক্ষিপ্ত হইয়াছে বলিয়াই একখানি পুথি ব্যতীত অপর কোনও পুথিতে উহা প্রবেশ লাভ করিতে পারে নাই। ভাণ্ডার কার যে শ্লোক উদ্ধৃত করিয়াছেন তাহাও ঐ একখানি ব্যতীত অপর কোনও পুথিতে পরিলক্ষিত হয় না। অদ্ভুত সাগরের আরও অনেকগুলি পুথি বিভিন্ন স্থানে সংগৃহীত হইয়াছে বলিয়া জানা যায়। তাহার কোনও খানিতেই উক্ত শ্লোকটা উদ্ধৃত হয় নাই। অদ্ভুত সাগরের যে যে পুথি বিভিন্ন স্থানে সংগৃহীত হইয়াছে তাহা নিয়ে উদ্ধৃত করা গেল :– ক। কাশ্মিরের রঘুনাথ মন্দিরের পুথি (১) ! খ। বোম্বাই গবর্ণমেণ্টের পূর্ব-সংগৃহীত আর একখানি খণ্ডিত •sso ( & ) গ। বঙ্গীয় এসিয়াটিক সোসাইটর পুথি (৩ )। ঘ। মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রীর পুথি ( s ) । ঙ । ইণ্ডিয়া আফিসের পুথি ( e )। ইহার মধ্যে তৃতীয় ও চতুর্থ দফার পুথিতে শ্লোকগুলি নাই। . ডাক্তার ভাণ্ডারকার বলিয়াছেন যে, মূলের অশুদ্ধতার জন্ত অনেক ( » ) Catalogue of Sanscrit Mss in Kashmir by M. A. Stain. (*) Report on the Search of Sanscrit Mss in the Bombay Presidency, 1884–86, by R. G. Bhandarkar P. 84. No. 861. (*) Govt No 1193. ( s ) H. P. Shastri's Notices of Sanscrit Mss Vol II. ( e ) Indica Office Catalogue, pt III. No. 712.