পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SQ● “ টাকার ইতিহাস । [ २ग्न ५९ ? প্রত্যেক ভাগে এক এক জন শাসন কর্তা নিযুক্ত করেন। প্রধান প্রধান নদীর স্রোতগতি দ্বারা স্বভাবতঃ বা রাজকীয় রাজস্ব সুবিধা মতে আদায়ের জন্য এই পাচ ভাগে সমগ্র দেশ বিভক্ত হয় তাহী সাম্রাজ্য বিভাগ। জানা যায় নাই। ১৮২০ খৃষ্টাব্দে হেমিণ্টন সাহেব বল্লাল কৃত এই দেশ বিভাগের বিষয় সৰ্ব্ব প্রথম উল্লেখ পূর্বক সীমা নির্দেশ বিবরণ প্রকাশ করেন। তুর্কিগণ কর্তৃক বঙ্গ বিজয়ের পূর্ব পর্যন্ত যে এই বিভাগ অব্যাহত ছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই বলিয়া ব্লকম্যান সাহেব নির্দেশ করিয়াছেন। বর্তমান বাঙ্গলাদেশ বল্লালের বহু পূৰ্ব্ব হইতেই যে রাঢ়, বঙ্গ, পুণ্ড, উপবঙ্গ প্রভৃতি ভাগে বিভক্ত ছিল তাহ প্রথম অধ্যায়েই বিবৃত হইয়াছে। সুতরাং বল্লাল সেনকে এই বিভাগের কৰ্ত্ত বলিয়া গ্রহণ করা যায় না । হেমিণ্টন সাহেব কোন প্রমাণের উপর নির্ভর করিয়া এই বিষয়ের উল্লেখ করিয়াছেন, তাছা জানা যায় না। বল্লালসেন গৌড়েশ্বর উপাধি গ্রহণ করিয়া গৌড়-বঙ্গে একাধিপত্য লাভ করিলে তিনি যে শাসন সৌকষ্যার্থ বিভিন্ন প্রদেশের জন্য পৃথক শাসন কৰ্ত্ত নিযুক্ত করিয়াছিলেন, তাহ। অসম্ভব না হইলেও, অদ্যাপি তাহার কোনও প্রমাণ পাওয়া যায় নাই। আনন্দভট্ট কৃত বল্লাল চরিতের পরিশিষ্টে লিখিত আছে – “দান সাগর গ্রন্থস্ত প্রণেত্রা লিখিতস্তথা । বিজয় সেনাত্মজশ্চৈব হেমন্ত সেন পৌত্রকঃ ॥ বিখণ্ডিতং তেন রাজ্যং পঞ্চ খণ্ডেন তদ যথা । বঙ্গ বাগড়ি বারেঙ্গ রাঢ়াশ্চ মিথিলী তথা । ब्राप्नौ क्णि कांइशनां९ निइज कूणकई१: ॥ তেন সংস্থাপিতন্তন্ত্র রাজধানী জয়ন্ততঃ। স্থবৰ্ণ গ্রামে গৌড়ে চ নবদ্বীপে বিশেষত: ”