পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VNS ঢাকার ইতিহাস । [ २ग्न १७ শ্নোকে সেন বংশীয় কোনও রাজার সহিত কাশীবাসী প্রকৃতি বৃক্ষেয়, প্রাগজ্যোতিযেজের এবং মেছনরেন্ত্রের (১) সম্বন্ধের ইঙ্গিত করিয়াছেন। শরণ-রচিত এই শ্লোকটিতে যেন তাহারই সমর্থন করিতেছে। কবি উমাপতিধর বিজয় সেনের সময়ে প্রাচুভূত হইয়া লক্ষ্মণ সেনের সময়েও জীবিত ছিলেন, কিন্তু শরণ কৰি লক্ষ্মণ সেনের সময়ে প্রাস্তৃত্বত হইয়াছিলেন বলিয়াই সুপরিচিত। গীতগোবিদেও শরণের উল্লেখ রহিয়াছে। সুতরাং লক্ষ্মণ সেন কর্তৃক কামরূপে অভিযান প্রেরণের প্রসঙ্গ সম্ভবতঃ কাল্পনিক নহে। ১১৩৩ খৃষ্টান্ধ হইতে ১৯৫৩ খৃষ্টান্স পৰ্য্যন্ত প্রবলপরাক্রমশালী মগরাজ গলয় আরাকাণের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন (২ )। বঙ্গেশ্বর উক্ত মগরাজকে পূজা করিতেন বলিয়া মগের প্রকাশ আরাকাণ রাজ ও করিয়া থাকে। এই সময়ে লক্ষ্মণ সেন বঙ্গাধিপতি লক্ষণ সেন ছিলেন। তিনি দুৰ্ব্বল হন্তে শাসন দণ্ড পরিচালনা করেন নাই । সুতরাং পরাক্রান্ত সীমান্ত রাজের সহিত লক্ষ্মণ সেনের সংঘর্ষ উপস্থিত হওয়া অসম্ভব নহে। আরাকাণ্ডবাসী মগগণ বঙ্গদেশ আক্রমণ করিয়া সময়ে সময়ে অশান্তি উৎপাদন করিত। সেনরাজগণের সময়ে এই উৎপাত প্রশমিত হইয়াছিল। মাধাইনগরের তাম্রশাসনের অন্যত্র লিখিত আছে, “যন্ত কৌমারকেলিঃ কলিঙ্গেনাজনাতি • • • ; অর্থাৎ লক্ষ্মণ সেন কলিঙ্গদেশীয় অঙ্গনীগণ সছ কৌমারকেলি করিয়াছিলেন। ইহাতে স্পষ্টই স্বচিত হয় যে ইনি (১) সাধু য়েছ নয়েন্ত্ৰ সাধু ভৰতো যাতেৰ ধীরগ্রন্থ बँक्रमागि छदरिएक्ब बइव दृश्चबिहाँ बर्डट्ठ ॥ মেৰে দুপাতি ৰত ৰৈস্থি পঞ্জিকারামৰেপুক (?) শর পাথিতি ফুৰি কৰা পারলে দিয়" । J. A.S. B., 1906 Page 161, (९) झांक दिण्डेि ७ नविणक्-*{१७, s{गरश, ******। -