পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] লক্ষণসম্বং ॥ צרכי জন্ত লক্ষ্মণাৰ উদ্ভাবিত হইয়া থাকিবে" (১)। শ্ৰীযুক্ত নগেজ নাথ বহু লঘুভারতের একটি শ্লোকের (২) উপর আস্থা স্থাপন করিয়া অনুমান করেন যে, বল্লাল নবজাত কুমারের নামে তাহার জন্ম দিন হইতে এই সম্বৎ গণনার আরম্ভ করিয়াছিলেন (৩)। এই মতানুসারে লক্ষ্মণাব্দ দুইটি। প্রথমটি ১১১৯ খৃষ্টাব্দ হইতে লক্ষ্মণসেনের জন্ম হইতে গণিত হইয়াছে, এবং দ্বিতীয়টি ১২•• খৃষ্টাঙ্গ হইতে মুসলমান বিজয়কাল হইতে গণিত হইয়াছে। মুহম্বর ঐযুক্ত নলিনী কাপ্ত ভট্টশালী ও এই মন্ত সমর্থন করিয়া সিদ্ধান্ত করিয়াছেন যে, দ্বিতীয় লক্ষ্মণাবাই বর্তমান সময়ে “পরগণাতি সন” বা “সন বল্লালি” নামে বিক্রমপুরে প্রচলিত আছে (৪) । ৫ম :–ডাক্তার কিলহর্ণের মতানুসারে লক্ষ্মপাদ ১১১৯ খৃষ্টাৰে লক্ষ্মণসেনর অভিষেক কাল হইতে গণিত হইয়াছে ( e )। পূজ্যপাৰ প্রবীণ ঐতিহাসিক ঐযুক্ত অক্ষয় কুমার মৈত্রের (৬) এবং প্রত্নতত্ত্ব-বিশারদ ঐযুক্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ( ৭ ) এই মত সমর্থন করিয়াছেন। ( ১ ) গৌড়রাজ মালা-৬৪ পৃষ্ঠা। (২) “প্রবাদঃ ক্ৰয়তে চাষ পারস্পরীণবাৰ্ত্তয়।। মিথিলে যুদ্ধ যাত্রায়াং বল্লালোংস্কৃত-ধ্বনি । তদানীং বিক্রমপুরে লক্ষণে জাস্তবানলে ।” लपृष्टाब्रट । (७) रुय्त्रब छाठीघ्र हैडिशन, (ब्राब्रकृकd ) ०**~** श्रृंटे । (s) Dacca Review, 1912 P 88-93, श्रृश्र-००२०-कांख्न । (*) Indian Antiquary Vol XIX. P. 1 { ৬ ) বঙ্গ দর্শণ (মবপধ্যায় ) ১৩১৪, পৌষ, ass-ssa ৷ ( , ) J. A. S. B. new Series Vol. 9–P-271.