পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] লক্ষণসম্বৎ । ©ፃ » একটি অঙ্গের উদ্ভব হইয়াছিল, তাহ সম্ভবপর বলিয়া মনে হয় না ; বিশেষতঃ কোন রাজার মৃত্যুকাল হইতে বৎসর গণনা করিবার প্রথা অশ্রুত পূৰ্ব্ব। মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী-সম্পাদিত "Notices of Sanskrit Mss” ( in the Durbar Library, Nepal ) av offts জানা যায় যে, চারিখানি হস্ত লিখিত প্রাচীন পুথিতে, “জক্ষে লক্ষ্মণ সেন ভূপতি মতে” (১), "লক্ষ্মণাব্দে” (২), গত লক্ষ্মণ সেন দেবীম” (৩), এবং “গত লক্ষ্মণ সেন বর্ষে” ( s ), লিখিত আছে। ७ द्रुत्वा “भाङ” श्रृंक्षी निम्नर्थक श्रृजिब्रो धान इच्न न । “झाउ” শব্দ ব্যবহার হওয়ায় স্পষ্টই প্রতিপন্ন হয় যে লক্ষ্মণাদি লক্ষ্মণ সেন কর্তৃকই প্রতিষ্ঠিত হইয়াছে, বল্লাল সেন বা সামন্ত সেন কর্তৃক হয় নাই, এবং উহা যে লক্ষ্মণ সেনের রাজ্য লাভ এবং সিংহাসন প্রাপ্তির সময় হইতেই প্রচলিত ও প্রবর্ধিত হইয়াছিল তৰিষয়ে কোনও সন্দেহ নাই। যদি লক্ষ্মণাদি লক্ষ্মণসেনের রাজ্য প্রাপ্তির সময় হইতে প্রবর্তিত ন হইয়া থাকে, তবে তাহার রাজ্য প্রাপ্তির পর হইতেও জার একটা অন্ধের কল্পনা করিতে হয়। কারণ লক্ষ্মণসেনের যে কয়খানি তাম্রশাসন প্রাপ্ত হওয়া গিয়াছে, তাহার মধ্যে অন্ততঃ তিন খানিতেও তারিখ वादझङ झ्हेब्राप्झ् । मै डब्रेिष ७निक जम्रणाल बगिब्र प्रौकब्र जो কঞ্জিলেও রাজ্যাঙ্ক বলিয়া গ্ৰহণ না করিয়া উপায় নাই। সুতরাং এক রাজার সময়ে দুই প্রকার অঙ্গ প্রচলিত থাকা প্রমাণিত হইতেছে। ( 2 ) Mas 787 , Page 22. (*) Mss. 1577 s. Page 33. (e) Mss 1113 S, Page 35, (*) Mss. 13616. Page 51.