পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ ] অশোকচক্কদেবের শিলালিপি চতুষ্টয় । ৩৭৫ ১ম। গয়ার বিষ্ণু পাদ-মন্দিরের সন্নিকটবর্তী একটি ক্ষুদ্র স্বৰ্য্য মন্দিরের গাত্রে-সংলগ্ন ১৮১৩ নিৰ্ব্বাণাকে উৎকীর্ণ লিপি (১)। এই লিপি হইতে অবগত হওয়া যায় যে, কমাদেশাধিপতি পুরুষোত্তম সিংহ, বৌদ্ধ ধর্শের পতনোন্মথ অবস্থা সন্দর্শন করিয়া উছার পুনরুদ্ধার করে সচেষ্ট হইয়াছিলেন। তিনি পার্শ্ববর্তী সপাদলক্ষ পৰ্ব্বতের রাজা অশোক চপ্পদেব এবং ছিন্দরাজের সাহায্যে বৌদ্ধ ধৰ্ম্মের সংস্কার সাধন করিয়া ছিলেন। রাজা পুরুষোত্তম সিংছ স্বীয় তনয় রত্নত্রীর গর্ভজাত মাণিক্য সিংহের মঙ্গল কামনায় একটি “গন্ধকুট” মন্দির প্রতিষ্ঠা করেন । উক্ত মন্দির পুরুষোত্তমের গুরু শ্রমণ ধৰ্ম্ম রক্ষিতের অধ্যক্ষতায় নিৰ্ম্মিত হয় (২ )। পণ্ডিত ভগবান লাল ইন্ত্রজী এই শিলালিপির অক্ষরমালা দ্বাদশ শতাব্দীর উৎকীর্ণ বলিয়া অনুমান কবিয়াছিলেন । २ब्र। बिउँौञ्च श्विगाणिनिग्न अकब्र नमूह बांमनङांकौब फेखब्र खांबठोक পুৰ্ব্বাঞ্চল-প্রচলিত বর্ণমালার অনুরূপ ( ৩ ) । এই শিলালিপির মৰ্ম্ম এই যে, কতিপয় রাজপদোপঞ্জীর প্রার্থনানুসারে রাজ অশোক চল্লদেব মংিপুকাল প্রতি বিহার নামক এক মন্দির প্রস্তুত করেন ও তাহাতে বুদ্ধ প্রতিম স্থাপিত করেন এবং যাহাতে মহাবোধিস্থিত সিংহল দেশীয় সংঘের দ্বীপ-সমন্বিত্ত-চৈত্যত্রয়-বিশিষ্ট নৈবেদ্য প্রত্যছ দিতে পারেন, তাহারও ব্যবস্থা করেন । এই লিপিখানিরই শেৰ দুই পংক্তিতে লিখিত আছে – ( 2 ) A. S. R. Vol III. P. 126 part XXXV :-- Indian Antiquary Vol X. P. 341. वत्रजर्नब ०७००-s१७ शृé1 ।। (२) *छत्रबलि *बि निवृtठ नच९ »०७ कार्डिक पक् ि• कूष ” Indian Antiquary Vol X. Page (৩) সাহিত্য পৰিং পত্রিকা ১৩১৭, ২১৩ পৃষ্ট ।