পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম অঃ } অতীত রাজ্যাঙ্ক । ՏԵՏ কিন্তু চালুক্যবংশীয় সত্যাশ্রয় দ্বিতীয় পুলকেশীর ঐহোলের খোদিত লিপিতে লিপিত আছে – সপ্তাহ্ম শতযুক্তেযু গতেক্ষে পঞ্চ । পঞ্চমংযু কলে কালে বট য়ু পঞ্চশতীয় চ। সমান্ত সমাতিতায় শকানামপিতৃভূজাম্‌" ॥ (১) বাদামি গুহায় চালুক-ব’ল্টন রণবিক্রান্ত মঙ্গলেশ্বরের খোদিত লিপি হইতে জানা গিয়াছে যে শকান্স কোন শক নরপতির অভিষেক কাল হইতে গণিত হইয়াছে (২)। বর্তমান কালেও বঙ্গীয় জ্যোতিষীগণ “শক নরপতেরতীতীক্ষাদয়" পদটা শকার মানাঙ্কের পূর্ক্সে ব্যবহার করিয়া থাকেন। সুতরাং ইহাতে স্পষ্টই প্রতীয়মান হয় যে, “অতীত” বা “গত” শব্দ থাকিলেষ্ট বুঝিতে হইবে যে ব্যবহৃত অঙ্ক রাজাঙ্ক নহে, কিন্তু কোনও অব্দ বিশেষ হইতে গণিত হইয়াছে এবং কোনও রাজার রাজ্যচুতি বা মৃত্যুকাল হইতে গণিত নহে। ডাঃ কালঙ্কর্ণের গণনায় ইহা বিশেষ ভাবেই প্রমাণিত হইয়াছে যে, প্রাটন গ্রন্থ সমূহে ব্যবহৃত লক্ষ্মণ সম্বৎসরের গণনা যে তারিখ হইতে আয়ন্ধ হষ্টয়াছিল, বোধ হয় গয়ার খোদিত লিপি স্বরে ব্যবহৃত অঙ্ক ও সেই তারিখ হইতে গণিত হইয়াছে। আকবর নামায় লক্ষণ সম্বৎ গণনারম্ভের যে কাল নির্দেশিত হইয়াছে, বুদ্ধ গয়ার উৎকীর্ণ লিপি ছয়ে दादरुङ श्रडौठांक७ ८गहे नमग्न इहेरठ १णिङ श्हेब्बारह, ८कशन अठौष्ठ শষ্ণের প্রয়োগ দ্বারা লিপি লেখক জানাইয়াছেন যে, তৎকালে লক্ষ্মণ সেনের রাজ্যকাল শেষ হইয়া গিয়াছে। ( 2 ) Epigraphia Indica Vol VI. Page 4. Indian Antiquary Vol XIX. Page 7. (*) Ind. Ant. Vol VI. Page-363.