পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় জঃ ] সোণারগাঁও বিক্রমপুরে মানমন্দির। S) অতি প্রাচীন কাল হইতেই বিক্রমপুরের অন্তর্গত বেড়পাড়া এবং ফতেজঙ্গপুর জ্যোতিষ আলোচনার জন্ত প্রসিদ্ধ ছিল। মধ্যরেখা হইতে বেড়পাড়ার দেশান্তর ২দও ৩৪ পল হইরা থাকে । “সিদ্ধান্ত রহস্ত” পুণীতে লিখিত আছে :– মুমেরু লঙ্কান্তর ভূমি মধারেখা স্বদেশান্তর যোজনং (২ ••) হি মৃৎ । ভুক্তিয়মাত্রি হৃতং বিলিপ্ত গ্ৰহাদিকে প্রা পরয়ো খপং স্বং ” উপরোক্ত প্রমাণের সাহায্যে কেহ কেহ নিজদেশের দেশান্তর ২••যোজন ধরিয়া তাহাকে ৭৮ দ্বারা ভাগ করশান্তর দেশান্তর ২ দণ্ড ৩৪ পল দেখাইয়া থাকেন । ইহা দ্বারাই চট্টগ্রাম হইতে বৰ্দ্ধমান পর্য্যন্ত সকল জ্যোতিৰ্ব্বিন্ধই বলিয়া থাকেন যে, অহ্মদেশের দেশান্তর ২•• যোজন বা ২ দণ্ড ৩৪ পল । বস্তুতঃ এরূপ গণনা সমীচীন হয় না । বেড়পাড়ার বাম্যোক্তরবৃত্ত ( Meridian । ঠিক মধ্যরেখা ন হইলেও বঙ্গদেশে জ্যোতির্গশলার জন্ত প্রধান অবলম্বন ছিল সন্দেহ নাই । ইতিহাস প্রসিদ্ধ রামপাল উহার সমস্বত্ৰগ হইবে। ঢাকা কিছু পশ্চিমে অবস্থিত। কাৰ্ত্তিক বারুণীর মেলার স্থান রামপাল হটতে অধিক দূরবী নহে। উল্লিখিত প্রমাণের উপর নির্ভর করিয়া নিঃসন্দেছে বলা যাইতে পারে যে, হিন্দুশাসনকাল হইতেই সোনারগাঁও, বিক্রমপুর জ্যোতিষ আলোচনার কেন্দ্রস্থান ছিল এবং সোনারগাঁও জোতিৰ পারে উন্নতি করে, নক্ষত্রদির উষ্ণ, জন্ম বিক্রমপুরের ও স্থিতি সম্পর্শনীখ, এ অঞ্চলে মানমন্সর নিন্বিত মানমন্দির হইয়াছিল। স্বতরাং আমাদের বিবেচনা ব্ৰহ্মপুত্র তীরবর্তী প্রাচীন গঙ্গে বদরের সন্নিকটে এই মানমন্দির প্রতিষ্ঠিত ছিল এবং গঙ্গে বন্দরের স্থানে বা তন্নিকটবর্তী কোনও স্থানেই পর বর্তী কালে কাৰ্ত্তিক বাকণির মেলাঙ্গুষ্ঠান আরন্ধ হইয়াছিল।