পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ অঃ ] রাবণ রাজা । 8too मात्मानब्र शब्रिक्रखब गएशनमा ब्रारबश्वब्रोब्र श्रृंड गडूङ । शनौद्र जनসাধারণ দামোদরকে “দামুরাজা” ও রাজেশ্বরীকে “রাজিরাণী” বলিয়৷ থাকে। স্নাজ দামোদর রাজাসনে থাকিয়াই ब्लॉय गोप्यिभनिम्न ! ब्रांछकांदी निर्सीह कब्रिाऊन । dछशु ब्रांछ। সনকেই দামোদরের রাজধানী বলা হয়। রাজ দামোদর কর্তৃক রাজাসনের দক্ষিণদিকে রথখোলা নামক স্থানে প্রতি বৎসর মহাসমারোহে রথযাত্র উৎসব অনুষ্ঠিত হইত বলিরা শুনা যায়। রাজাসনের নিকট দামোদরের পীলখানা ও অশ্বশালার চিহ্ন এখনও বিদ্যমান রহিয়াছে। রাজাসন হইতে প্রায় একক্রোশ দক্ষিণে, এবং ফুলবাড়িয়া হইতে প্রায় একক্রোশ পূৰ্ব্বে, গান্ধারিয়া গ্রাম অবস্থিত। গান্ধারিয়ার পশ্চিমাংশে রাবণ রাজার বাড়ী প্রদর্শিত হইয় থাকে। এই রাবণ রাবণ রাজ রাজা হরিশ্চন্ত্রের ভাগিনের দামোদরের বংশোদ্ভূত। “সঙ্গীত বিদ্যায় তাহার অসাধারণ নৈপুণ্য ছিল। তদীয় আবাস বাটীতে সঙ্গীত কলাভিজ্ঞ বহুব্যক্তি বসতি করিতেন। ভৌর্যত্রিক সঙ্গীতশাস্থের আলোচনারস্থল বলির তদীয় সভা দেশ বিখ্যাত ছিল”। রাবণ রাজার বাড়ীর পশ্চিমদিকে ঢালিপাড়া। প্রবাদ এই যে, ঢালিপাড়ায় রাবণ রাজার ৫২ হাজার ঢালি সৈন্ত ৰাস করিত । ইহারা গান্ধারিয়া বা গান্ধার গড় রক্ষা করিত। “দামোদরের সময় হইতেই রাজবংশের অবনতি আরব্ধ হয়। ফলে কোচগণ এই অঞ্চলের অনেক স্থান হস্তগত করিতে থাকে। কথিত আছে, “আহোমও কোচগণ একদা রাজসৈন্ত নিৰ্ম্মল করিতে করিতে মধুপুরও ভাওস্নাল প্রভৃতি অঞ্চল অধিকার করিয়া অবশেষে রাজধানী অবরোধ করিয়াছিল। সৰ্ব্বেশ্বরের তদানীন্তন অধিপতি প্রাণপণ সত্বেও রাজধানী রক্ষা করিতে ন পারিয়া সপরিবারে সৰ্ব্বেশ্বরের দক্ষিণ পূর্বস্থিত স্বরক্ষিত গান্ধার