পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় জ: ] গুপ্ত সাম্রাজ্য | * 2 উক্ত অশোক স্তম্ভ গাত্রে উৎকীর্ণ কবি হরিসেন বিরচিত প্রশস্তিতে লিখিত আছে—“সমতট-ভবাক-কামরূপ-নেপাল-কর্তৃপুর-আদি প্রত্যন্তভি র্যালবার্জনায়ন-যৌধেয় মাদ্রকাভির-প্রার্শ্বন-সনকানীক-কাক-খর-পরিকআদিভিশ্চ সৰ্ব্বকয়দান-আজ্ঞাকরণ-প্ৰণামাগমন পরিতোধিত-প্রচণ্ড শাসনস্ত” * * * * ইত্যাদি ( ১ ) । অর্থাৎ মহারাজ অশোকস্তম্ভ গাত্রে সমুদ্রগুপ্ত সমতট, ডবাক, কামরূপ, নেপাল, উৎকীর্ণ কবি হরি- কর্তৃপুরাদি প্রত্যন্ত স্থিত রাজ্যের নৃপতিগণ দ্বার সেন বিরচিত প্রশস্তি এবং মালৰ, অর্জনায়ন, যৌধেয়, মাদ্রক, আভির, প্রার্জন, সনকানীক, কাক, খরপরিক প্রভৃতি জাতি কর্তৃক সৰ্ব্বকরদান, আজ্ঞাকরণ প্রণাম ও আগমন দ্বারা পরিতুষ্ট প্রচণ্ড শাসনকারী বলিয়া বর্ণিত হইয়াছেন। সমতট ও ডবাক প্রভৃতি রাজ্য সমুদ্রগুপ্তের সাম্রাজ্যস্তর্গত ও প্রান্তসীনায় অবস্থিত অথবা ঐ সমুদয় রাজ্য তদীয় সাম্রাজ্যের বহিঃপ্রাস্ত দেশে স্থিত ছিল এতদ্বিষয়ে মত ভেদ দৃষ্ট হয়। , কেহ কেহ অনুমান করেন, উপরোক্ত শাসনোল্লিখিত “প্রত্যন্ত নৃপতি ভিঃ” পদাংশের প্রকৃত মৰ্ম্মেস্থাটন হইলেই সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের পূৰ্ব্ব সীমা নিৰ্দ্ধারিত হইতে পারিবে ! এতৎসম্বন্ধে ফ্লিট সাহেব বলেন, “প্রত্যন্ত নৃপতি ভি-This may denote either the Kings within the frontiers cf Samatata and the following countries i. e. the neighbouring Kings of those countries, or the Kings or chieftains just outside the frontiers of them. Upon the interpretation that is accepted, will depend the question whether Samudra Gupta's Empire included those (3) Fleets Gupta Inscriptions Page 8.