পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] গুপ্ত সাম্রাজ্য। ❖ዊ শালী মহারাজ সমুদ্রগুপ্তের রাজধানীর প্রায় দ্বারদেশে অবস্থিত থাকির পুণ্ড রাজ্য যে স্বীয় স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখিতে সমর্থ হইয়াছিল, তাহ সম্ভবপর নহে। উহা খাল গুপ্ত সাম্রাজ্যেরই অন্তভূক্ত হইয়াছিল। এ জন্তই প্রত্যন্ত রাজ্য সমূহের উল্লেখ কালে রাজ কবি পুণ্ড রাজ্যের নাম করেন নাই। ডবাক রাজ্যের নাম অন্ত কোথায়ও উল্লিখিত ন হইলেও উক্ত শিলালিপি হইতেই উহার স্থান নির্ণয় করা যাইতে পারে। শত বৎসর পূর্কেও পাবন, বগুড়া এবং ঢাকা জেলার মধ্যে কোনও প্রাকৃতিক । সীমার অস্তিত্ব ছিল না। প্রায় শতাধিক বৎসর অতীত হইল ব্ৰহ্মপুত্রের শ্ৰোন্তবেগের পরিবর্তন সংসাধিত হয়। ফলে যমুনার উদ্ভব ঘইয়া ময়মনসিংহের পশ্চিম প্রাস্ত বিধৌত করতঃ অভিনব প্রবাহ ঢাকাও পাব না জেলার স্বাতন্ত্র্য রক্ষা করিয়াছে। সম্ভবতঃ মিঃ স্মিথ উপরোক্ত বিষয় গুলি একেবারেই প্রণিধান করেন নাই। রাজকবি প্রত্যন্ত প্রদেশগুলির পরম্পরা রক্ষা করিয়া পৰ্য্যায়ক্রমে নামোল্লেখ করিয়াছেন, ইহা স্পষ্টই অনুমিত হয়। মুতরাং দেখা যাইতেছে, ডবাক রাজ্য এরূপ স্থানে সংস্থিত যে উহার এক প্রাস্তে সমতট এবং অপর প্রাস্তে কামরূপ অবস্থিত; অর্থাৎ সমতট ও কামরূপ রাজ্যের মধ্যডবাকের অবস্থান বর্তী ভূভাগই ডবাক নামে অভিহিত হইয়াছে। নির্ণয় । মুতরাং ঢাকা জেলার উত্তরাংশকেই ডবাক বলিয়া নিঃসন্দেহে গ্রহণ করা যাইতে পারে! : ফ্লিট जारश्रितब्र गाउ ज्याक फ्रांकाब्रहे नामांख्त्व गाय। पिरेगबुरे किव, गवउके ७ ज्वाक “हे इहे जएन दिख्ख् शश्श ७४ ब्रांजगभब गोमड बांश রূপে পরিগণিত হইয় পড়ে। প্রাকৃত ভাবা "চকী প্রাকৃত’ নাম ঃ হয়। "চী প্রাঙ্কত" সম্ভবতঃ ঢাকা অঞ্চলে প্রচলিত দেশজ ভাব । পূর্কে