পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪শ অঃ ] ঐবিক্রমপুর। @33. বাহিরে পুণ্ডবৰ্ধন নগর আবিষ্কার করিতে হইবে ? পুণ্ড বৰ্দ্ধন নগরের স্তায় বিক্রমপুর সছরের নামও হয়ত বিক্রমপুর পরগণা হইতে বিলুপ্ত হইয়া গিয়াছে। বিশেষতঃ তাম্রশাসনোক্ত বিক্রমপুর ষে পরগণা বা বিভাগ হইতে পারে না তাহাও স্বীকার করা যায় না। দনুজ মর্দনের মুদ্র চজৰীপ হইতেই মুদ্রিত হইয়াছিল; এই চজৰীপ একটি পরগণা মাত্র। চক্রদ্বীপ পরগণা মধ্যে চজৰীপ নামে কোনও গ্রাম খুজিয়া পাওয়া যায় না। ভুলুর, ময়মনসিংহ, ভাওয়াল, তালিপাবাদ, বড় বাজু, প্রভৃতি পরগণ মধ্যে ঐ নামের কোনও গ্রাম নাই। ত্রিপুর প্রদেশের কোনও স্থানেই ত্রিপুরা সন্থর নাই ; অথচ ত্রিপুর একটি জেল বলিয়া পরিচিত। সুতরাং নগেন্দ্র বাবুর যুক্তির কোনই মূল্য নাই। প্রায় পঞ্চাশ বৎসর অতীত হইল রামপালের নিকটবৰ্ত্তি জোড়াদেউল নামক স্থানে এক মোসলমান স্বর্ণনিৰ্ম্মিত একটি তরবারির খাপ ও কয়েকটি স্বর্ণগোলক পাইয়াছিল। রামপালে একবার সপ্ততি সংস্র মুদ্রা মূল্যের একখণ্ড হীরক পাওয়া গিয়াছিল বলিয়া টেইলার সাহেব লিখিয়৷ গিয়াছেন (১) । রামপালের সন্নিকটস্থ ধামদ গ্রামের প্রান্তস্থিত দীঘিতে একখানা স্বর্ণ পত্রের পুথি পাওয়া যায়। পুথির এক একখানা পাত ৩• ভরি ওজনের ছিল এবং এরূপ ২৪ খান পাতাতে পুথিখান সমাপ্ত ছিল ( ২ )। রামপালের পূর্বস্থিত পঞ্চসার গ্রাম হইতে পশ্চিমে মীরকাদিমের খাল, উত্তরে ফিরিঙ্গি বাজার ও রিকাৰি বাজার হইতে দক্ষিণে মাকशौब थीण भर्गुरु थाब्र २८ बर्भ बाहेन छूमिब्र निग्नडांश इंडेक अषिऊ বলিয়াই মনে হয়। বরেন্দ্র ভিন্ন এরূপ প্রাচীন কীৰ্ত্তির ধ্বংসাবশেষ (*) Taylor's Topography of Dacca Page 101. (২) প্রবাসী ১৩২২, জাঘাট, ৩৯১ পৃষ্ঠা।