পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●為や চাকার ইতিহাস । [२ग्न थ७ আবিষ্কৃত হয় নাই । “রামচরিতে” বালবলভীর বিবরণ দেখিয়া বোধ হয় যে, উক্ত দেশ নদীবহুল ছিল। হরিবর্মদেবের মন্ত্রী ভট্ট ভবদেবের উড়িষ্কার ভূবনেশ্বরে আবিষ্কৃত প্রশস্তিতে বালবলভীর উল্লেখ সৰ্ব্বপ্রথম দেখিতে পাওয়া যায়। ভূবনেশ্বর-প্রশস্তি এবং রামচরিত ব্যতীত ভবদেব ভট্ট-বিরচিত “প্রায়শ্চিত্ত-নিরূপণ" ও "তন্ত্রবার্তিকটকা” নামক গ্রন্থদ্বয়ে তাছার বালবলভীভূজঙ্গ উপাধিতে বালবলভীর নাম দেখিতে পাওয়া যায়। কিন্তু বালবলভী যে নদীয়া জেলায় অবস্থিত ছিল, এ কথা নিশ্চয়রূপে বলা বাটতে পারে না (১)। যাহা হউক, বালবলভীকে বাগড়ি এবং দেবগ্রামপ্রতিবন্ধ-বালবলভী-পতি বিক্রমরাজকে দেবগ্রাম-বিক্রমপুরের রাজা বলিয়া স্বীকার করিয়া লইলেও সিন্ধান্ত-বারিধি মহাশয়ের যুক্তিই তাহার সিদ্ধান্তের অন্তরায় হইয়া উঠে । কারণ, দেবগ্রাম-প্রতিবন্ধ-বালবলতীপতি বিক্রমরাজ রামপালের সামন্তচক্রমধ্যে অন্ততম ছিলেন । রামপাল ১৯৫৫–১৯৯৭ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করিয়াছিলেন বলিয়া জানা গিয়াছে (২) । স্বতরাং ১৯৫৫–১৯১৭ খৃষ্টাৰ মধ্যেই যে দেবগ্রাম-বিক্রমপুরে রামপালের সামন্ত বিক্রমরাজের অভু্যদয় হইয়াছিল, তষিয়ে কোনও সন্দেহ নাট। কিন্তু ১৯৫৫–১৯৯৭ খৃষ্টান্ধ মধ্যে যে বিক্রমপুরে রামপালের সামন্ত বিক্রমরাজের অদ্ভু্যদয় হইয়াছিল, সেই বিক্রমপুরে বিজয়সেন, ভোজৰী, সামলবৰ্ম্ম, জাতৰশ্ব, ছরিবর্শ্ব ও ঐচন্দ্র প্রভৃতি নরপতির স্থান হইতে পারে না । দেবগ্রাম বিক্রমপুরের অবস্থান লইয়া নগেন্দ্র বাবু একটু গোলে পড়িয়াছেন; সেই জন্তই তিনি এই স্থানগুলিকে একবার রাঢ়ে, একবার বাগড়ীতে, ५वश् चांबाब्र दान «थठि♚ांनिऊ कब्रिटङ जबू९इक । छांशैब्रशैब्र थांधैौन খাড়ির চিন্তু দেবগ্রাম ৰিক্রমপুরের সমীপবর্তী স্থান হইতে এখনও বিলুপ্ত 0S DBHBB DBBDSDDBBHB BBBBBBS BBBS ggS ggS (*) Archaeological Survey Réport 1911-12. Page. 162.