পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t:R ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । করিয়াছেন, তাহা আরও প্রাচীন হইরা পড়িয়াছে। ৪১৩ খৃষ্টাব্দে श्ठोिइ ध्ख७८ख्द्र शृङ्का श्छ। छठब्रोश उँशब्र श्रृङ्काब्र अशदश्ठि श्रब्रबडौं লিপি অবশুই ৪১৩ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই খোদিত হওয়া সম্ভব। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরম ভাগবত বা পরম বৈঞ্চব ছিলেন । তাঁহারই স্থাপিত এই বিষ্ণুধ্বজ (লৌহস্তম্ভ ) । তাহার পুত্র প্রথম কুমার গুপ্তও বৈষ্ণৰ ছিলেন। তিনিই পিতার মৃত্যুর পর বিষ্ণুধ্বজ লিপি খোদিত করাইয়াছিলেন । যখন ইহার প্রতিষ্ঠা হয় ও ইহার গাত্রে লিপি খোদিত .হয়, তৎকালে স্তম্ভটা এখানে ছিলনা। এই খোদিত লিপি হইতে জানা যায়, বিষ্ণুপদ নামক গিরির উপরই প্রথমে এই স্তম্ভ প্রতিষ্ঠিত ছিল। এই বিষ্ণুপদ গিরি মথুরান্থ কোন একটী ক্ষুদ্র পাহাড়ে হুইবে, তথা হইতে অনঙ্গপাল দিল্লীতে আনয়ন পূৰ্ব্বক পুনঃ স্থাপন করেন” (১)। গৌড় রাজ মালার লেখক শ্রদ্ধের ঐযুক্ত রমাপ্রসাদ চন্দ মহাশয় মিঃ ভিক্সেণ্ট স্মিথের মতামুসরণে ইহাকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শিলালেখ ৰলিয়া অম্বুমান করেন। তিনি বলেন, “সমুদ্র গুপ্তের মৃত্যুর পর সম্ভবতঃ বঙ্গের বা সমতটের সামস্তগণ স্বাতন্ত্র্য অবলম্বন করিয়াছিলেন, এবং সেই বিদ্রোহ দমনের জন্ত সম্রাট বঙ্গদেশ আক্রমণ করিতে বাধ্য হইয়াছিলেন (২)। প্রত্নতত্ত্ব বিৎ ঐযুক্ত রাখাল দ্বাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতে বঙ্গবিজয়ী “চন্দ্র” ও গুপ্ত বংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখনই একব্যক্তি হইতে পারে না । “মিহিরোঁলী বা উদয়গিরির শিলালিপি সমূহের তুলনা করিলে দৃষ্ট হইবে যে, উভয়ে বহু পার্থক্য আছে। क्षिश्ञिोगौ छ्च्ठ-शिलिङ्ग अच्ाब्र'७ग्)िङ्ग विंशतःि खांड् ि। एवंविांईव (?) J. R. A. S. 1899. (१) cशौफ़ ब्रांबत्रांनl * शृ*