পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় জঃ ] গুপ্ত সাম্রাজ্য । &S স্বাদগুপ্তের মৃত্যুর পূর্বেই সংঘটিত হইয়াছিল। হোরলি সাহেব স্কন্ধগুপ্তের মৃত্যুকাল ৪৮৪ খৃষ্টা বলির নির্দেশ করিয়াছেন (১)। মিঃ খিও উহাই প্রকৃত বলিয়া গ্রহণ করিয়াছেন (২ )। মুদ্রাতত্ত্বের প্রতিপন্ন হয় ষে স্কলাগুপ্তের মৃত্যু ৪৮৫ খৃষ্টাব্দের সন্নিকটবৰ্ত্তি কোনও সময়েই সংঘটিত হইয়াছিল। পুরগুপ্তের মহিষীর নাম মহাদেবী শ্ৰীবৎস দেৰী । পুরগুপ্ত পরলোক গমন করিলে, তদীয় পুত্র নরসিংহগুপ্ত “বালাদিত্য” নাম পরিগ্রহ করিয়া, সিংহাসনে আরোহণ করেন। পরমার্থের লিখিত বিবরণ হইতে জানা যায় যে, স্কন্ধগুপ্তের ন্যায় ইনিঙ বস্তুবন্ধুকে বিশেষ শ্রদ্ধা করিতেন। বসুবন্ধুর শিক্ষাপ্রভাবে বালাদিত্য বৌদ্ধধর্শ্বের প্রতি সাতিশয় অমুরক্ত হইয় উঠেন, এবং সে জন্যই বৌদ্ধধর্শ্বের প্রধান শিক্ষা-স্থান মগধের সন্নিকটবৰ্ত্তী নালন্দাতে কারুকার্য্যখচিত সুন্ধর একটি স্ত প নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । নরসিংহগুপ্তের রাজত্ব কতকাল স্থায়ী হইয়াছিল, তাহা জানা যায় না । মিহিরকুল ৫১৯ খৃষ্টান্ধে পিতৃ সিংহাসনে আরোহণ করেন (৩) [ ডাঃ ছোরগুলির মতে মিহিরকুলের সিংহাসন প্রাপ্তি ৫১৫ খৃষ্টাঙ্গে হইয়াছিল (৪)] মন্সলোর-লিপি হইতে জানা যায় যে, মিহিরকুল ৫৩৩-৩৪ খৃষ্টাব্দের পূর্কেই বশোধৰ্ম্মনের ছন্তে পরাজিত হইয়াছিলেন । ডাঃ ছোরগুলি মিহিরকুলের পরাজয় ৪২৫ খৃষ্টাৰে সংঘটিত হইয়াছিল বলির নির্দেশ করিয়াছেন ( e ) ]। তাহ হইলে, ইহার পূর্বেই নরসিংহগুপ্ত মিহির ( , ). J. A. S. B. 1889 Page 96. ( & ). Vincent Smith's Early History of India Page 293. (*), Vincent Smith's Early History of India Page 298, * * ). Indian Antiquary 1889 Page 230. (*). J. R. A. S. 1909 Page 131.