পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] গুপ্ত সাম্রাজ্য। NV গিয়াছে, পুরাতত্ত্ব বিদগণ তাহাদিগকে মগধের গুপ্ত-রাজ বলিয়া পরিচিত করিয়াছেন। কিন্তু মগধেরও সমুদ্রয় ভূভাগ তাহাদিগের অধিকার ভূক্ত ছিল বলিয়া মনে হয় না। মৌখরী নামক অপর এক রাজবংশও তৎকালে ঐ স্থানের একাংশে রাজত্ব করিতেন। অপসড় গ্রাম হইতে আবিষ্কৃত, আদিত্যসেন কর্তৃক বিষ্ণুমন্দির-প্রতিষ্ঠা উপলক্ষে উৎকীর্ণ প্রশস্তিতে, তাহার পূর্বপুরুষগণের পরিচয় এইরূপ লিখিত আছে —মহারাজ কুমারগুপ্ত, তৎপুত্র শ্ৰীহৰ্ষগুপ্ত, তৎপুত্র ১ম জীবিত গুপ্ত, তাহার একমাত্র পুত্র কুমার গুপ্ত ; ইনি ঈশান বৰ্ম্মাকে যুদ্ধে পরাজিত করিয়াছিলেন। কুমারগুপ্তের পুত্র রাজই দামোদর গুপ্ত ; ইনি হুগ-দ্বেষ্ট মৌখরী দিগকে সমরে পরাজয় করেন। র্তাহার পুত্রের নাম মহাসেন গুপ্ত, ইনিও মোখরিরাজ মুস্থিত বৰ্ম্মাকে পরাজয় করিয়া জয়ী অর্জন করিয়াছিলেন। বীরবর মাধবগুপ্ত ইহার পুত্র। ইনিই হর্ষদেবের সহচর এবং আদিত্য সেনের পিতা । কানিংহাম, ফ্লিট, ডাক্তার হোরলি, বেলডেন, স্মিথ প্রভৃতি পুরাতত্ত্ব-বিদগণ সিদ্ধান্ত করেন যে, গুপ্ত সম্রাটগণ যখন মগধে বিদ্যমান ছিলেন,সেই সময় হইতেই আদিত্যসেনের পূর্বপুরুষগণ পশ্চিমমগধে রাজত্ব করিতেন। সম্রাট হর্ষবর্ধনের মৃত্যুর পর ৬৭১ খৃষ্টাব্দে, কৃষ্ণগুপ্তের অধঃস্তন পুরুষ আদিত্যসেন, স্বাধীনতা অবলম্বন পূর্বক মহাবঙ্গোধিৰাজ উপাধিতে ভূষিত হন এবং অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। হৰ্ষবৰ্দ্ধন শিলাদিতোর দেহান্ত হইলে গুপ্তবংশীয় মাধবগুপ্ত এবং তদীয় -প্রত্ৰ স্থাদিত্য লেন মগধে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করিতে সমর্থ হইয়াছিলেন। ৬৭১ খৃষ্টাব্দে আদিত্য সেন “মহারাজাধিরাজ” উপাধি গ্রহণ পূৰ্ব্বক অশ্বমেধ যজ্ঞানুষ্ঠান কৰিয়াছিলেন। আদিত্য সেনের পুত্র দেবগুপ্ত এবং প্রপৌত্র দ্বিতীয় জীবিতগুপ্তেরও “মহারাজাধিরাজ” উপাধি পরিলক্ষিত