পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eग्न ज: ] গুপ্ত সাম্রাজ্য । ☾☾ উীষণ অত্যাচারে গুপ্তসাম্রাজ্য জর্জরিত ও ধ্বংসমুখে পতিত হইয়াছিল। এই উভয় শক্রর প্রচণ্ড আক্রমণে গুপ্তসাম্রাজ্যের যেরূপ শক্তিক্ষয় হইয়াছিল, তাহ জায় পূরণ হইল না। স্থৰোগ পাইয় অধীন সামন্তগণ ধীরে ধীরে মস্তকোত্তলন পূর্বক স্বাধীনতা ঘোষণা করিতে লাগিল। মালবাধিপতি যশোধৰ্ম্মন অত্যন্নকাল মধ্যে, পূৰ্ব্বে ব্ৰহ্মপুত্র ও পশ্চিমে আরব সমুদ্রতীরবর্তী সমুদ্রয় ভূতাগ, হস্তগত করিয়া বসিলেন। স্বরাষ্ট্র অঞ্চলে মৈত্রক বংশও শক্তি সঞ্চয় পূর্বক শাসন বিস্তার করিতে সমর্থ হইয়াছিল। ফলে হীনবল গুপ্ত সম্রাট-গণের শ্লথকর-ধূত শাসন হইতে ক্রমে ক্রমে সকল অধিকারই বিচ্যুত হইতে লাগিল। পাটলীপুত্রবাসী গুপ্ত সম্রাট বংশীয় কেহ কেহ গোঁড় ও বঙ্গে আসির আধিপত্য বিস্তারের চেষ্টা করিতে লাগিলেন। ব্রাহ্মণগণের যড়যন্ত্রে, গুপ্ত ও বর্ধন সাম্রাজ্য ধ্বংস হইল দেখিয়া, মগধ ও গৌড়ের গুপ্তরাজগণ ব্রাহ্মণ্য ধৰ্ম্মে অনুরাগ প্রকাশ করিয়াছিলেন বটে, কিন্তু পরবর্তী গুপ্তরাজগণের অধিকারকালে, প্রাচ্য ভারতে তান্ত্রিকগণ প্রবল হইয়া উঠিয়াছিল। বৌদ্ধ মন্ত্রযান, শৈব ও শাক্ত সম্প্রদায়, তান্ত্রিকতায় আস্থা স্থাপন করিতে লাগিল। এই কয় সম্প্রদায়ই বৈদিক ধৰ্ম্মের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছিল। এই সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাচ্য ভারত হইতে বৈদিক প্রাধান্ত এবং সঙ্গে সঙ্গে গুপ্তরাজপাট একেবারে উন্মলিত হইল।