পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ অঃ ] ধৰ্ম্মাদিত্য-সমাচার দেব। ષિક : অভিন্ন। এই গোপিচঙ্গের উল্লেখ লামা তারানাথের গ্রন্থে দৃষ্ট হয়। তাহাতে গোপিচন্দ্র বালাদিত্যের পৌত্র এবং সম্রাট দ্বিতীয় কুমার গুপ্তের পুত্র বলিয়া উল্লিখিত হইয়াছে, এই দ্বিতীয় কুমার গুপ্তই যশোধৰ্ম্মনের - নিকটে পরাজিত হন। যশোধৰ্ম্মনের রাজত্বের শেষভাগে হয়ত গোপচত্র তাহার শ্লথকর হইতে পূৰ্ব্বাঞ্চলের শাসনভার কাড়িয়া লইয়াছিলেন। ঘাগ্রাহাটীর তাম্রশাসন ও পাঠে অবগত হওয়া যায় যে, উহ মহারাজাধিরাজ ঐসমাচার দেবের রাজ্যাঙ্কের চতুর্দশ বৎসরে উৎকীর্ণ হইয়াছিল। ঐ সময়ে উপরিক জীবদত্ত নব্যাবসমাচার দৈব কাশিস্থিত মুধর্থবাথের অন্তরঙ্গপদে এবং পবিক্রক বারক মণ্ডলের বিষয় পতিপদে অধিষ্ঠিত ছিলেন। “বর্তমান কাল পর্য্যন্ত যতগুলি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, তৎসমুদয় হইতে এই তাম্রশাসন খানিতে নিম্নলিখিত পার্থক্য দেখা যায় – (১) রাজা ভূমি দান করেন নাই বা ভূমি দানে সন্মতি প্রদান করেন নাই। (২) কে ভূমি দান করিয়াছিল তাহ স্পষ্টভাবে লিখিত হয় নাই। (৩) এই তাম্রশাসনে কতকগুলি রাজকৰ্ম্মচারীর নাম লিখিত আছে। দান সম্বন্ধে রাজাদেশ প্রচার কালে রাজ-কৰ্ম্মচারীদিগের নাম লিখিত হয় না। . (৪) চতুর্থ হইতে ৮ম পংক্তিতে যে রাজকৰ্ম্মচারিগণের নাম কর হইয়াছে, অনুমান, সুপ্রতীক স্বামী তাহাদিগকে দানের কথা বিজ্ঞাপিত করিয়াছিলেন। কিন্তু ১৭শ পংক্তিতে পুনরায় মুগ্রতীক স্বামীর উল্লেখ দেখিতে পাওয়া যায়। এই স্থানে পাটী মধ্যস্থ। সম্ভবতঃ স্বপ্রতীক স্বামীই

  • পরিশিষ্ট স্রষ্টব্য। + * गोरिठा श्रृंब्रिद९ शृंहिक ११ श्रृं छां★।