পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস। । [३न ५१ ॥ এই তাম্রপট্রোল্লিখিত ভূখণ্ড প্রাপ্ত হইয়াছিলেন। ভূমি গৃহীত বলিতেছেন, -বিজ্ঞাপ্ত ইচ্ছাম্যহং ভবতাং প্রসাদাচির বসন্নখিল ভূখণ্ডলক বলিচরুস্ত্র প্রবর্তনীয়", অর্থাৎ আপনাদিগের অনুগ্রহে এই স্থানে বাস করিয়া ভূমণ্ডলে বজ্ঞাদির প্রবর্তন করিব।” এরূপ উক্তি অভিনব, এ পর্যন্ত কোনও তাম্রশাসনেই এরূপ কথার উল্লেখ দৃষ্ট হয় না। ধৰ্ম্মাদিত্য এবং গোপচন্দ্রের দ্যার সমাচার দেবকে পরম ভট্টারক বলিয়া অভিহিত করা হয় নাই। তাহাকে স্বধু মহারাজাধিরাজই বলা হইয়াছে। দ্বিতীয় তাম্রশাসনের সময় হইতেই স্থানীয় রাজগণের অস্তিত্ব বিলুপ্ত হইয়াছিল। সপ্তম শতাব্দীর মধ্যভাগে স্থানীশ্বরাধিপতি হৰ্ষবৰ্দ্ধন প্রাগজ্যোতিষপুর হইতে পঞ্চনদ পর্য্যন্ত সমগ্র উত্তর ভারতের একচ্ছত্রাধিশ্বর ছিলেন (১)। স্বতরাং পূর্ববঙ্গে তখন তাহার প্রভাব অপ্রতিহত ছিল সন্দেহ নাই। কিন্তু সিংহাসনে আরোহণ করিয়া পূৰ্ব্বাঞ্চলে একাধিপত্য স্থাপন করিতে নিশ্চয়ই কতিপয় বৎসর অতিবাহিত হইয়াছিল, সম্ভবতঃ সমগ্র উত্তর ভারত জয় করিবার পরে,৬২৫ খৃষ্টা অন্তে তিনি পূৰ্ব্বাঞ্চল জয় করিয়াছিলেন। তিনি ৬৪৬৬৪৭ খৃষ্টা পৰ্য্যন্ত রাজত্ব করেন (২) । তাহার মৃত্যুর পরে তীয় সাম্রাজ্য বিধ্বস্ত হইয়াছিল; এই সময়েই হয়ত পূৰ্ব্ববঙ্গের স্থানীয় রাজগণ পুনরায় স্বাধীনতার দুদুভি বাজাইয়াছিলেন। হর্ষবৰ্দ্ধনের পূর্বাঞ্চল জয় করিবার পুৰ্ব্বেও পূৰ্ব্ব বঙ্গে স্বাধীন নরপতি বিদ্যমান ছিল, তাহাদিগকে , (3) Harsa, when at the height of his power, exercised a certain amount of control as suzerain over the whole of Bengal, even as far east as the distant kingdom of Kamrupa or Assam, and seems to have possessed full sovereign authority over western and central Bengal—Vincent Smith's Early History of India, and, Ed. p. 366. . . . . . . . : 6). J.A.S.B., August, 1911. . . . . . . . . . '