পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ অঃ ] ধৰ্ম্মাদিত্য-সমাচার দেব। ዓው জয় করিয়াই তিনি তাহার একাধিপত্য বিস্তার করিয়াছিলেন। সুতরাং সমাচার দেবের আবির্ভাব সপ্তম-শতাদের প্রথমপাদে, হৰ্ষবৰ্দ্ধনের অভু্যদয়ের পুৰ্ব্বে, অথবা ঐ শতাদের চতুর্থপাদে তদীয় সাম্রাজ্য ধ্বংসের পরে, সংঘটিত হইয়াছিল। তাম্র শাসনে উৎকীর্ণলিপিমাল দৃষ্টি মিঃ পার্জিটার সমাচার দেবের আবির্ভাব কাল সপ্তম শতাব্দীর প্রথম পাদে, হর্ষবৰ্দ্ধনের সাম্রাজ্য প্রতিষ্ঠার পূৰ্ব্বে বলিয়া অনুমান করেন। চারিখানি তাম্রশাসনেই রাজমুদ্র মুদ্রিত ছিল। প্রথম তিনখানিতে রাজমুদ্রা বর্তমান সহিয়াছে, কিন্তু চতুর্থ খানির রাজমুদ্র বিলুপ্ত হইয়াছে। এই রাজমুদ্রা গোলাকৃতি এবং মধ্যদেশ দুইটী সমান্তরাল রেখা দ্বার। অসমান রূপে বিভক্ত হইয়াছে। উপরাদ্ধে রাজমুদ্রার-চিহ্ন অঙ্কিত এবং নিয়াদ্ধে “বারক মণ্ডল বিষয়াধিকরণস্ত” লিখিত আছে। উপরাদ্ধের দুই দিকে দুইটী বৃক্ষ এবং তন্মধ্যবৰ্ত্ত স্থানে পদ্ম-পুষ্প ও মৃণাল-বিজড়িত একটা স্ত্রীমূৰ্ত্তি (লক্ষ্মী ? ) দণ্ডায়মান, ও দুইপার্শ্ব হইতে করিদ্বয় ইহার মস্তকো পরি সলিল সিঞ্চন করিতেছে। এই রাজমুদ্র, মজঃফরপুর জেলান্তর্গত. বসড় নামক স্থানে ডাঃ ব্লক কর্তৃক আবিষ্কৃত প্রাচীন গুপ্তরাজগণের রাজমুদ্রার প্রায় অনুরূপ। ইহা বারক মণ্ডল বিষয়াধিপতির রাজমুদ্র । ত্রিপুরাতে প্রাপ্ত একখানি তাম্রশাসন ব্যতীত এ পর্যন্ত অপর কোনও তাম্রশাসনেই রাজকৰ্ম্মচারীগণের রাজমুদ্র অঙ্কিত হয় নাই। সম্ভবতঃ, গুপ্তরাজগণের সময়ে বারক মণ্ডলের বিষয়াধিপতির এই রাজমুদ্রাছিল, এবং বিষয়াধিপতির মৃত্যু হইলে উহ তদীয় অধস্তন পুরুষগণের হস্তগত হয়; গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হইলে কিংকাল পর্যন্ত ইহারাই বারকইণ্ডলে স্বাধীন ভাবে রাজত্ব করিয়া আসিতেছিল। স্থানীশ্বর-রাজগণের সাম্রাজ্য বিলুপ্ত হইলে গুপ্ত-রাজগণের কৰ্ম্মচারিবৃন্দের অধস্তন পুরুষদিগের প্রভাব পুনরায় বলদেশে বিস্তৃতিলাভ করিয়াছিল। গুপ্ত রাজগণের সমস্কে