পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo/e সোনারগ। পূর্ববঙ্গের রাজধানী বলিয়া পরিচিত হয়। এই সময়েই সোনারগায়ের উন্নতির একশেষ হয়। গোনারগার অতি স্বল্প ও শুভ মসলিন-বস্ত্র সভ্যজগতের বিশ্বয়ের উৎপাদন করিয়া সোনারগাকে স্বপরিচিত করে। সোনারগায়ের উৎকৃষ্ট বস্ত্র ও চাউল ভারতবর্ষের নানা স্থানের স্তায় সিংহল, পেগু, চীন, যাব, মলঙ্কস, স্বমাত্র প্রভৃতি দূরবর্তী প্রদেশে এমন কি সুদূর ইউরোপে পৰ্য্যন্ত প্রেরিত হইত। বিদেশীয় পরিব্রাজকগণ সুদূর আরব ও ইউরোগ হইতে ভারতে উপনীত হইয়া, বহু ক্লেশ ও আয়াস সহ করিয়াও সোনারগার সমৃদ্ধি-গৌরব স্বচক্ষে প্রত্যক্ষ করা স্পৃহনীয় বোধ করিতেন । খৃষ্টীয় চতুর্দশ শতাৰে সমগ্র বঙ্গদেশ সোনারগার আধিপত্য স্বীকার করিতে বাধ্য হয়। সোনারগার পদাঙ্ক অনুসরণ করিয়া বাঙ্গলা দিল্লীশ্বরের অধীনতা-পাশ ছিন্নকরতঃ স্বাধীন বলিয়া ঘোষণা করে এবং প্রায় দ্বিশতাব্দী পর্য্যন্ত অব্যাহতভাবে স্বাধীনতা রক্ষা করিতে जयर्थ झग्न ! - খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর আরম্ভ হইতেই ঢাকার নাম ইতিহাসের পৃষ্ঠা সমলস্কৃত করিয়াছে। ষোড়শ শতকের শেষভাগে তথায় মোগল সম্রাটের সেনা-সন্নিবেশ সংস্থাপিত হয় । সপ্তদশ শতাদের সঙ্গে সঙ্গে ঢাকা বাজলার রাজধানীতে পরিগণিত হয়। তৎকাল হইতে শতাধিক বর্ষ পৰ্যন্ত ঢাকার গৌরব ও প্রাধান্ত অক্ষুণ্ণভাবে বিদ্যমান থাকে। ঢাকার ঐবৃদ্ধির সহিত সোনায়গার সৌভাগ্য অন্তৰ্হিত হয়। রাজধানী স্থাপনের পর হইতে ঢাকার রাজ-প্রাসাদ হইতে সমগ্র বঙ্গদেশ শাসিত হইত। ঢাকার স্বধৃঢ় তুর্গ হইতে রণ-দুৰ্ম্মদ মোগল অনিকিনী বহির্গত হইয়া আসাম, বিহার, চট্টগ্রাম ও উড়িষ্যা প্রদেশের বিদ্রোহ দমন করিত এবং প্রত্যন্ত প্রদেশের স্বাধীন রাজন্তবর্গকে