পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θbr ঢাকার ইতিহাস। [१अ थः পূজিয়ধনিৰ আদি বানাবাটী, বােৱাদি প্রতি স্থান ; পার্থদেশ ভেদ কৰিয়া পূৰ্ব্ববাহিনী হইয়াছে। শেনাতুল্লার সন্নিকটে মোড় ঘুড়িয়া গ্রা সরল ভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে; এবং মৃঙ্গাপুর, কাশিমপুর, ধীতপুর, বিরলিয়, উয়ালিয়া, বনগাঁও প্রভৃতি স্থান তীরে রাখিয়া মীরপুরের দক্ষিণেবুড়িগঙ্গার গতি মিলিত হইয়াছে। টঙ্গী নদী তুরাগের শাখা। শালদহ, লবনহ, গোলিয়ায় নদী মধুপুরের জঙ্গল হইতে বহির্গত হইয়া তুরাগের সহিত মিলিত হইয়াছে। বংশী-ব্ৰহ্মপুত্রের শাখানদী ; ময়মনসিংহ জেলা হইতে আসিয়া সাভারের সন্নিকটে ধলেশ্বরীতে পড়িয়াছে। বালু–লাক্ষার উপনদী; রূপগঞ্জ থানার দক্ষিণে ডেমরার নিকটে লাক্ষাতে পতিত হইয়াছে। ইছামতী—সাহেবগঞ্জের নিকট ধলেশ্বরী হইতে উৎপন্ন হইয় মদনগঞ্জের পূর্বদিকে পুনরায় ধলেশ্বরীতে আসিয়া পড়িয়াছে। পশ্চিম ও দক্ষিণঢাকাস্থ নদীসমূহ মধ্যে ইছামতীই সৰ্ব্বাপেক্ষা প্রাচীন। পূৰ্ব্বে এই নদী জাফরগঞ্জের দক্ষিণে হুরা সাগরের মোহানার বিপরীত দিকে নাথপুরের ফ্যাক্টরীর নিকট হইতে উৎপন্ন হইয়া মুলীগঞ্জের নিকটে যোগিনীঘাট পৰ্যন্ত বিস্তৃত ছিল। ধলেশ্বরীর প্রবল আক্রমণের ফলে এই নদীর অস্তিত্ব বিলুপ্ত হইবার উপক্রম হুইয়াছিল। ধলেশ্বরী নদী ব্ৰহ্মপুত্রের প্রধান প্রবাহ বলিয়া পরিগণিত হইলে ৈিদর ও সাভারের মধ্যবৰ্ত্ত গাজীখালিনী, বর্ণনার কতকাংশ, পাথরঘাটা ও রামকৃষ্ণদীর মধ্যস্থিত ইছামতী এক করাধী ও লীগঞ্জের মধ্যবর্তী ইছামতী নদী ধলেশ্বরীর মালিয়ে পড়ে ।