পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। নদ নদীর গতি পরিবর্তনে প্রাকৃতিক বিপৰ্য্যয় ৫ ও ‘তাহার কারণ নির্দেশ এবং ব-দ্বীপের উৎপত্তি। নদী প্রবাহের নিত্য পরিবর্তন ঢাকা জেলার বিশেষত্ব। শত বৎসরের মধ্যে এতদঞ্চলে নদী কর্তৃক এমন পরিবর্তন সংঘটিত হইয়াছে যে তাহ ভাবিতে গেলে বিস্মিত হইতে হয়। স্থলভাগ জলে, জলভাগ স্থলে, এবং এক নদীর স্থানে অন্ত আর একটা গ্রান্তৰ্ভত হইয়া পুরাতনকে সম্পূর্ণ নূতনে পরিণত করিয়াছে। ফাগুসন সাহেব বলেন, “বৰীপন্থ নদী সমূহ বঙ্ক ভাবে বিকম্পিত হয়। প্রবাহিত জল রাশির পরিমাণ অনুসারে এই বিকম্পনের হ্রাস বৃদ্ধি হইয়া থাকে। ফলে, নদীর এক পাড় উচ্চ ও সোজালোজি ভাবে খাড়া হইয় পড়ে এবং অপরপাড়ে ভাঙ্গনীর পললম মৃত্তিক সঞ্চিত হইয়া সমতল ভূমিতে পরিণত হয়। নদী প্রবাহ ভাঙ্গনী পাড়ের उप्लेडूमि (डा रुब्रिग्ना अडिनब शृt१ दश्र्शिङ श्वांग्न छछ जऊऊ शङ्गदांन

  • cम: दूकांनन शांश्नि,शंशजन, tनब्रèरेण, 4, गि, cणन, अकणि, tबछद्र (ऋक्षण ও প্রবীণ ঐতিহাসিক যুক্ত আনন্দনাথ রায় মহাশয়ের লিখিত বিবরণ ও প্রবন্ধাদি হইতে এই অংশ প্রণয়ন কালে যথেষ্ট সাহায্য পাইয়াছি।