পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] নদনদীর গতি পরিবর্তন। ¢ፃ* পৰ্য্যন্তও ব্রহ্মপুত্র বলিয়া পরিচিত। এখানেই অসংখ্য হিন্দু নয়নারী অশোকাষ্টমীতে তীর্থঙ্গান করিয়া থাকে। সুতরাং এই প্রাচীন প্রবাহটই যে ব্ৰহ্মপুত্রের প্রাচীন খাতের একাংশমাত্র তদ্বিষয়ে সম্মেছ নাই। স্বার্তভট্টাচাৰ্য্যও এই পয়ঃপ্রণালীটকেই ব্ৰহ্মপুত্র বলিয়া উল্লেখ করিয়াছেন। এক্ষণে দেখা যাক, এই প্রবাহটর সহিত এগার সিন্ধুর উত্তর দিকস্থ প্রবাহের সম্বন্ধ নির্ণয় করা যাইতে পারে কিনা। রেভিনিউ ম্যাপে আরালিয়া গ্রাম হইতে এগার সিন্ধুর এক মাইল দক্ষিণস্থ লাখপুর ॐाभ भर्षांख् ननौब्र ७रुणै थोप्लेौन थांउ अकिङ ब्रश्ब्रिांzइ ; ७६१ লাখপুর হইতে উক্ত প্রবাহটা দক্ষিণপূৰ্ব্ববাহিনী হইয়া পূৰ্ব্বোল্লিখিত লাঙ্গল বন্ধের নদীর সহিত মিলিত হইয়াছে। এই খাতটাই ষে ব্ৰহ্মপুত্রেয় সৰ্ব্ব প্রাচীন প্রবাহু তদ্বিষয়ে আর সন্দেহ নাই। রেতিনিউ নাপে আরালিয়া হইতে লাথপুর পর্য্যস্ত প্রসারিত খাতটকে ভ্রমবশতঃ লাক্ষানদীর প্রাচীন থাত বলিয়া নির্দেশ করা হইয়াছে। লাখপুরের নিকটে ব্ৰহ্মপুত্র হইতে একটী শাখা লাক্ষ্যা নাম ধারণ করত: প্রবাহিত হইয়াছে। সম্ভবতঃ লাখপুর গ্রামের নামের সহিত লাক্ষা নদীর সম্বন্ধ বিজড়িত রহিয়াছে। প্রাচীন ব্রহ্মপুত্র কলাগাছিয়ার মোহান পৰ্য্যন্ত আসিয়াই নিরস্ত হয় নাই। উছ রামপালের পাশ্বভেদ করিয়া রাজাবাড়ীর দক্ষিণে মেঘনাদের সহিত মিলিত হইয়াছিল। জপসানিবাসী সাধক কবি লাল রাম গতি সেন সার্ধশত বৎসর পূৰ্ব্বেতীয় “মায়াস্তিমির চন্ত্রিকা" ॐींश् गिषिझांकाश्न ३ “মহাতীৰ্থ ব্ৰহ্মপুত্র পূৰ্ব্বেতে প্রচার। পশ্চিমেতে পদ্মাবতী ৰিঙ্গিত সংসার ॥