পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ঢাকার ইতিহাস । [*म ५७ করিয়াছিল কিন্তু তাহ হয় নাই। নূতন নদী খুব ভরাট হইতে আরম্ভ করিল এবং এই সময়েই কীৰ্ত্তিনাশার মূল স্রোতঃ উহার পূর্ব গৌরব পুনঃ প্রাপ্ত হইয়াছিল। মেঘনাদের স্রোতোপ্রাবলো কীৰ্ত্তিনাশা নুগুন পথে প্রবাহিত হইতে পারে নাই। ১৮৬৯ খৃঃ অব্দে কীৰ্ত্তিনাশা রাজনগরের পূর্বদিকস্থ নূতন পথে পুনরায় প্রবাহিত হয়। এই বারের জলস্রোতের সমস্ত বেগ চণ্ডীপুরের নিকটে একত্রিত হয়; ফলে কীৰ্ত্তিনাশা পূর্বের স্তায় আর এক বার পূর্ব মূৰ্ত্তি ধারণ করিয়া মেঘনাদের পশ্চিম তীরন্থ সমুদয় চর বিধৌত করিয়া ফেলে। ১৮৭০ খৃঃ অস্ট্রে রাজনগরের সমস্ত কীৰ্ত্তি নদী গর্ভে বিলুপ্ত হয়। কিন্তু নদীর দক্ষিণ দিকস্ত ভাঙ্গনী বড় সুবিধা জনক হইয়াছিল না। ১৮৮৬। ৮ খৃঃ জন্ধে লড়িকুল ও জপসা দেব মন্দিরাদি সহ নদীগর্ভে সম্পূর্ণরূপে বিলীন হইয়া যায়। ইহারই কিঞ্চিৎকাল পূৰ্ব্বে তারপাশ, যাবিয়া, কাগদিয়া, কালীপাড়, লৌহজঙ্গ, পোড়াগাছা, বিলাশ পুর স্ত্রভৃতি বিক্রমপুরের প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থানগুলি কীৰ্ত্তিনাশার কুক্ষি - গত হয় । বর্তমান তার পাশা নামীয় স্থান হইতে নদীর উত্তর তীর ব্যাপী চর । পদ্মা-মেঘনাদের সঙ্গম পৰ্যন্ত বিস্তারিত হওয়ার চর রাজনগর পুনরায় নদী গর্ভস্থ হওয়ার সম্ভব হইয় পড়িয়াছে। আর একটা নদী যেন কৃষ্ণনগর, গঙ্গানগর, ডোমসার, পালঙ্গ, আঙ্গারিয়া প্রভৃতি স্থানের মধ্য দিয়া কীৰ্ত্তিনাশা ও আড়িয়লখার সহিত মিলিত হইবার চেষ্ট করিতেছে ! প্রাকৃতিক বিপর্যায়ের সাধারণ কারণ—"ক্ষিণ ঢাকা মদী সকলের গর্ভ প্রায়ই বস্তার সময়ে পরিবর্তিত হইয়া যায়। । बरनङ् नि नौ नििश नििश नििौf विण च५ि षणां ऐश्ङ्ग হইছে। জেলার সমস্ত নদীই উত্তরপশ্চিম হইতে দক্ষিণ-পূৰ্ব্ব দিকে